Viral Video: মাঝরাস্তায় বাসের ইউ-টার্ন, কোনওক্রমে সংঘর্ষ এড়ালেন স্কুটার চালক, ভাইরাল ভিডিয়ো দেখে শিউরে উঠছেন নেটিজ়েনরা

জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে কর্নাটকের ম্যাঙ্গালুরুতে। একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই স্কুটার চালক।

Viral Video: মাঝরাস্তায় বাসের ইউ-টার্ন, কোনওক্রমে সংঘর্ষ এড়ালেন স্কুটার চালক, ভাইরাল ভিডিয়ো দেখে শিউরে উঠছেন নেটিজ়েনরা
এ যাত্রায় একটুর জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন স্কুটার চালক ওই যুবক। Photo Credit: Indiatimes.com
Follow Us:
| Edited By: | Updated on: Jan 14, 2022 | 7:32 AM

সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এক যুবক। মারাত্মক পথ দুর্ঘটনার (Road Accident) থেকে একটুর জন্য রক্ষা পেয়েছেন তিনি। বেপরোয়া বাইক (Reckless Bike Riding) চালানোর যে কী মর্মান্তিক পরিণতি হতে পারে, তা প্রায় সকলেরই জানা। তবে এ যাত্রায় ভাগ্য ভাল থাকায় একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছে ম্যাঙ্গালুরুর এক যুবক। কর্নাটকের ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন নেটিজ়েনরা। একটু এদিক ওদিক হলেই যুবকের যে সাংঘাতিক অবস্থা হতে পারত তাই ভেবেই আঁতকে উঠেছেন সকলে। অনুমান, রাস্তার পাশে থাকা সিসিটিভি ক্যামেরা ওই মুহূর্ত রেকর্ড হয়ে গিয়েছিল। পরে সেটাই ভাইরাল হয়েছে।

দেখে নিন সেই ভাইরাল ভিডিয়ো (ম্যাঙ্গালোর সিটি’র তরফে এই ভিডিয়ো টুইটারে শেয়ার করা হয়েছে)

ওই ভিডিয়োতে দেখা গিয়েছে রাস্তার ধারে একটি বাস থেমেছে। ইউ টার্ন নেওয়ার চেষ্টা করছিলেন বাসের চালক। তার আগেই একটি বাইক বাসের পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছিল। ফলে রাস্তা ছিল ফাঁকা। কিন্তু যেই না চালক বাস নিয়ে ইউ টার্ন নিতে যাবেন, ঠিক সেই সময়েই পিছন থেকে তীব্র গতিতে ছুটে এক একটি স্কুটার। বাসটিও ততক্ষণে বাঁক নেওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে। ওভাবে তীব্র গতিতে ধেয়ে আসা স্কুটার দেখে কোনওমতে ব্রেক কষেন তিনি। বরাত ভাল থাকায় থেকে যায় বাসটি। চোখের নিমেষে বাসটিকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় স্কুটারটি। যদি কোনও কারণে চালক ব্রেক কষে বাসটি থামাতে না পারতেন, তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। বাসের ধাক্কায় স্কুটারের হাল যে কী হতে পারত তা আন্দাজ করেই শিউরে উঠেছেন নেটিজ়েনদের সকলেই।

ভিডিয়োতে পরবর্তী পর্যায়ও দেখা গিয়েছে। সেখানে দেখা গিয়েছে, বাসের সঙ্গে সংঘর্ষ এড়ালেও একটু বেসামাল হয়ে গিয়েছিলেন স্কুটারে থাকা যুবক। সামনের একটি fish processing unit- এর গেটে গিয়ে ধাক্কা মারেন তিনি। তারপর কোনওমতে টাল সামলে একটা গাছ এবং ওই ফোকানের মাঝখানের সামান্য জায়গা দিয়ে স্কুটার নিয়ে বেরিয়ে যান। জানা গিয়েছে ম্যাঙ্গালোরের কাছে Elyarpadavu এলাকায় এই কাণ্ড ঘটেছে। ইতিমধ্যেই প্রায় ৪০ হাজারের কাছাকাছি ভিউ হয়েছে এই ভিডিয়োর। নেটিজ়েনদের প্রায় সকলেই বলছেন, সত্যিই ওই স্কুটার চালকের ভাগ্যের জোর রয়েছে। নইলে এভাবে প্রাণে বেঁচে যাওয়া কার্যত অসম্ভব। অনেকেই এই ভিডিয়ো দেখে বলেছেন, বাস চালকের মোটেই ওভাবে মাঝরাস্তায় বাঁক নেওয়ার চেষ্টা করা উচিত হয়নি। কারণ কারও পক্ষেই আগাম এটা জানা সম্ভব নয়। অনেকে আবার স্কুটার চালকের তীব্র গতি নিয়েও প্রশ্ন তুলেছেন। এত দ্রুত গতিতে বেপরোয়া ভাবে গাড়ি বা স্কুটার চালানো মোটেই ঠিক নয় বলেও জানিয়েছেন নেটিজ়েনদের একাংশ। এর পাশাপাশি অনেকে আবার বলেছেন দুই চালকেরই দোষ ছিল।

আরও পড়ুন- Viral Story: মাত্র ৮ বছরেই ইতি টেনেছেন জীবনের , কিন্তু এই ‘হিরো’র বর্ণময় কর্মজীবনের গল্প আপনাকেও স্তম্ভিত করবে