Viral Video: কোল্ডড্রিঙ্কসের বোতল চুরি করতে বাঁদরের ‘জুগাড়’! ভাইরাল ভিডিয়ো দেখে হাসির রোল নেট পাড়ায়
এমনিতেই ভারতীয়রা যেকোনও সমস্যার সমাধানে 'জুগাড়' করতে ওস্তাদ। ঠিক কোনও না কোনও ভাবে সমাধানের রাস্তা বের করে ফেলেন তাঁরা। এই বাঁদরও সেই দলেরই সদস্য।
বাঁদররা যে বেশ বুদ্ধিমান, তার প্রমাণ আগেও পাওয়া গিয়েছে বহুবার। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে দারুণ সব মজার ভিডিয়ো। ফের একবার আরও এক বুদ্ধিমান বাঁদরের হদিশ পাওয়া গিয়েছে। এর আগে বাঁদরের মদ খাওয়ার ভিডিয়ও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। দারুণ সব পদ্ধতি অবলম্বন করে খাবার দাবার চুরি করতেও দেখা গিয়েছে বাঁদরদের। তাদের বুদ্ধি দেখে বারবার চমকে গিয়েছেন নেটিজ়েনরা। তবে নতুন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে বাঁদরের কেরামতি দেখে হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা।
এমনিতেই ভারতীয়রা যেকোনও সমস্যার সমাধানে ‘জুগাড়’ করতে ওস্তাদ। ঠিক কোনও না কোনও ভাবে সমাধানের রাস্তা বের করে ফেলেন তাঁরা। এই বাঁদরও সেই দলেরই সদস্য। ভিডিয়োতে দেখা গিয়েছে, এক বাঁদরের বড় কোল্ডড্রিঙ্কস খাওয়ার শখ হয়েছে। সামনেই পড়েও ছিল একটি কোকের বোতল। কিন্তু মাঝখানে বাধা ছিল একটি বেড়াজাল। তারের ওই বেড়া টপকে কোনওভাবেই কোকের বোতল বাগে পাচ্ছিল না বাঁদরটি। কিন্তু কোল্ডড্রিঙ্কস তো খেতেই হবে। অতএব ওই কোকের বোতল চুরি করার ‘জুগাড়ে’ লেগে পড়েছিল বাঁদরটি।
দেখুন বাঁদরের কেরামতি
View this post on Instagram
ভিডিয়োতে দেখা গিয়েছে যেখানে কোকের বোতলটি পড়ে ছিল, তার পাশেই ছিল একটা লম্বা লাঠি। ব্যাস ওই লাঠি দেখেই বুদ্ধি খেলেছিল বাঁদরটির মাথায়। প্রথমে লাঠি দিয়ে ধাক্কা মেরে কোকের বোতলটি ফেলে দিয়েছিল সে। তারপর ওই লাঠি দিয়েই কায়দা করে টেনে টেনে নিজের দিকে নিয়ে এসেছিল কোকের বোতল। আর সবটাই হয়েছে ওই তারের জালের মাঝখানে থাকা ছোট ছোট ফাঁক দিয়ে। বোতল হাতের নাগালে আসতেই জালের ফাঁকা জায়গা দিয়ে সেটি বের করে বাঁদরটি। তারপর আর কোনওদিকে তাকায়নি সে। সোজা বোতলে ঢাকনা খুলে চোঁ চোঁ করে কোল্ডড্রিঙ্কস খেতে শুরু করেছিল বাঁদরটি। সত্যিই বড্ড তেষ্টা পেয়েছিল তার। তবে জলের নয়, কোকের।
ইনস্টাগ্রামে helicopter_yatra নামের একটি পেজ থেকে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ভিডিয়োর লাইকের সংখ্যা প্রায় ১০ হাজার। ক্রমশ বাড়ছে লাইক ও কমেন্টের সংখ্যা। মজার মজার কমেন্ট করছেন নেটিজ়েনরা। বাঁদরের বুদ্ধি আর ‘জুগাড়’- এর পদ্ধতি দেখে অবাক হয়ে গিয়েছেন সকলে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এখন ভাইরাল এই বাঁদরের কেরামতি। কোকাকোলা খাওয়ার জন্য কোনও বাঁদর যে এমনটা করতে পারে তা বোধহয় কল্পনা করাও সম্ভব নয়। তবে এই বাঁদরের কাণ্ডকারখানা দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়।
আরও পড়ুন- Viral Video: জন্মদিনের কেকের মোমবাতি ফুঁ দিয়ে নেভাতে গিয়ে মারাত্মক বিপদ, চুলে আগুন ধরে গেল মহিলার
আরও পড়ুন- Viral Video: দুই পাহাড়ের মাঝে ২৬৪ ফুট উঁচুতে দড়ির উপর হাঁটছেন যুবক! ভিডিয়ো দেখলে আঁতকে উঠবেন
আরও পড়ুন- Viral Video: পোহা বিক্রি করে সংসার চালান নাগপুরের বৃদ্ধ দম্পতি, ভিডিয়ো দেখে চোখ ছলছল নেটাগরিকদের!