
মুম্বইকর অর্থাৎ মুম্বই নিবাসীরা তাঁদের মনের জোরের জন্য সর্বত্র বিখ্যাত। কঠিন পরিস্থিতিতে যখন সমস্যার সমাধান বের করতে হয়, তখন ভয় না পেয়ে এগিয়ে আসেন মুম্বইকররা। সম্প্রতি মুম্বই নিবাসীদের মনের জোর অর্থাৎ স্পিরিটের নমুনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়ো দেখে, মুম্বইকরদের কুর্নিশ জানিয়েছেন নেটিজ়েনরা।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তার উপর একটি গাড়ি উল্টে গিয়েছিল। পথচলতি সাধারণ মানুষই গায়ের জোরে গাড়িটিকে সোজা করে দিয়েছেন। জানা গিয়েছে, ইনস্টাগ্রামে প্রথমে এই ভিডিয়ো শেয়ার করেছিলেন বিঞ্জল পারেখ নামের জনৈক ইনস্টাগ্রামার। পরে তা শেয়ার করা হয় জনপ্রিয় মানব মাঙ্গলানির পেজ থেকে। ভিডিয়োতে দেখা গিয়েছে, গাড়িটি পুরোপুরি উল্টে গিয়েছিল। গাড়ির ছাদের অংশ ছিল রাস্তায়। আর আকাশের দিকে ছিল চারটি চাকা। এই অবস্থা থেকে গাড়িটিকে সোজা করেছেন সাধারণ মানুষই।
ভিডিয়োতে দেখা গিয়েছে, বেশ অনেকজন মিলে প্রায় ১০ থেকে ১৫ জন, আস্তে আস্তে ধাক্কা দিয়ে গাড়িটিকে সোজা করেছেন। সকলেই ছিলেন ‘দিম লাগা কে হাইসা’ মনোভাব নিয়ে। যেন যাই হয়ে যাক, উল্টে যাওয়া গাড়ি সোজা করতেই হবে। সকলের সম্মিলিত পরিশ্রমে সাফল্যও এসেছে। কয়েক মুহূর্তের মধ্যেই উল্টে যাওয়া গাড়ি সোজা হয়ে গিয়েছে। সাধারণ মুম্বইকরদের এই উদ্যোগের প্রশংসা করেছে নেট দুনিয়া। গাড়িটির অবশ্য কিছুটা ক্ষতি হয়েছে। কিছু জায়গা দুমড়ে গিয়েছে। ভেঙে গিয়েছে সামনের কাচও।
কীভাবে এই গাড়ি উল্টে গিয়েছিল তা অবশ্য জানা যায়নি। তবে সেই সময় গাড়ির ভিতর কোনও যাত্রী ছিলেন না। তাই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আরও পড়ুন- এক কেজি আমের দাম ২.৭০ লক্ষ টাকা! পাহারায় চারজন রক্ষী, ৬টি কুকুর