Viral Video: মাঝ আকাশে খুলল প্লেনের দরজা! আঁকড়ে ধরে দাঁড়িয়ে দুই যাত্রী, দেখুন ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Apr 21, 2022 | 5:38 PM

Viral Video: যাত্রীরা জানিয়েছেন, উড়ান শুরুর পর মিনিট ২০ বন্ধ ছিল দরজা। তারপরেই তা খুলে যায়।

Viral Video: মাঝ আকাশে খুলল প্লেনের দরজা! আঁকড়ে ধরে দাঁড়িয়ে দুই যাত্রী, দেখুন ভাইরাল ভিডিয়ো
ছবি প্রতীকী।

Follow Us

মাঝ আকাশে খুলে গেল প্লেনের দরজা (Plane Door)। এমন দৃশ্য এ যাবৎ হয়তো সিনেমাতেই দেখা গিয়েছে। তবে এবার বাস্তবেও এমনটাই হয়েছে। সেই ঘটনার ভিডিয়ো ভাইরালও (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হঠাৎ করে প্লেনের দরজা ওভাবে মাঝ আকাশে খুলে যাওয়ায় চমকে যান যাত্রীরা। প্লেনের ভিতরে থাকা কয়েকজনই গিয়ে দরজা আটকে রাখেন কোনওমতে। যাত্রীবাহি প্লেনের ভিতর বসে রয়েছেন যাত্রীরা। মাঝ আকাশে উড়ছে প্লেন। সেই সময় আচমকাই খুলে গেল প্লেনের দরজা। যে ঘটনা ভেবেই আপনার আতঙ্ক লাগবে, সেটাই ঘটেছে বাস্তবে। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখান থেকে জানা গিয়েছে, এই ঘটনার সময় ব্রাজিলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। প্লেনের দরজা খোলা ছিল সেই সময়। কয়েকজন যাত্রী কোনওরকমে ধরে রেখেছিলেন দরজা। এমনকি হ্যান্ডরেল গিয়ে ধাক্কা মারছিল প্লেনের প্রপেলারে।

দেখে নিন সেই ভাইরাল ভিডিয়ো

গত ১৪ এপ্রিল এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ভিডিয়োতে লক্ষ্য করা গিয়েছে দুই যাত্রী আপ্রাণ চেষ্টা করছেন মাঝ আকাশে প্লেনের খুলে যাওয়া দরজা আটকানোর। প্লেনের ভিতর তখন কার্যত আতঙ্কে সিঁটিয়ে বসে রয়েছেন অন্যান্য যাত্রীরা। সবচেয়ে আজব ঘটনা হল প্লেন ল্যান্ড করা না পর্যন্ত নাকি ওভাবেই দরজা আঁকড়ে ছিলেন ওই দুই যাত্রী। এমনটাই শোনা গিয়েছে। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কারও চোট আঘাতের খবর পাওয়া যায়নি। নিরাপদেই অবতরণ করেছেন প্লেনের সব যাত্রীরা।  কিন্তু কীভাবে মাঝ আকাশে প্লেনের দরজা খুলে গেল, আর তা স্বত্তেও কীভাবে সব যাত্রী নিরাপদে ছিলেন— তাই নিয়েই উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, ওই বিমান Acre- র Jordao থেকে Rio Branco যাচ্ছিল এই প্লেনটি। এই উড়ানের সময়েই প্লেনের দরজার একটি কেবল তার ছিঁড়ে যায় এবং মাঝ আকাশে থাকাকালীন খুলে যায় প্লেনের দরজা। সঙ্গে সঙ্গেই যথোপযুক্ত ব্যবস্থা নেন দুই যাত্রী। ছুটে যান দরজার কাছে। তারপর আঁকড়ে রাখেন দরজা। অনুমান করা হচ্ছে এই প্লেন আসলে একটি ব্রাজিলিয়ান twin-turboprop ওজনে হাল্কা এয়ারক্র্যাফট। এর নাম সম্ভবত Embraer 110 Bandeirante। এটি একটি মেনস্ট্রিম কমার্সিয়াল প্লেন নয়। একসঙ্গে ১৫ থেকে ২১ জন যাত্রী নিয়ে উড়তে পারে এই প্লেন।

যাত্রীরা জানিয়েছেন, উড়ান শুরুর পর মিনিট ২০ বন্ধ ছিল দরজা। তারপরেই তা খুলে যায়। হ্যান্ডরেল ক্রমাগত প্রপেলারে আঘাত করতে থাকায় বাঁদিকের ইঞ্জিন বন্ধ করতে বাধ্য হন পাইলট। তবে এত কিছুর পরেও যে বড় অঘটন ঘটেনি এবং যাত্রীরা নিরাপদে ছিলেন সেটাই আসল কথা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে।

আরও পড়ুন- Viral Video: পিছন দিকে যাচ্ছে গাড়ি, সটান পড়ল নদীতে, দেখুন ভাইরাল ভিডিয়ো

Next Article