Viral: Viral: রানওয়েতে বিমান ঠেলে যাচ্ছেন যাত্রীরাই! অদ্ভুত এই দৃশ্যে তাজ্জব নেটিজে়নরা

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Dec 02, 2021 | 9:57 PM

Nepal: রানওয়েতে বিমান ঠেলার ঘটনায় তাজ্জব নেটনাগরিকরা

Viral: Viral: রানওয়েতে বিমান ঠেলে যাচ্ছেন যাত্রীরাই! অদ্ভুত এই দৃশ্যে তাজ্জব নেটিজে়নরা
এই বিমানের অবতরণ ঘিরেই বিপত্তি

Follow Us

রানওয়েতে অবতরণের পর বিমানের চাকা ভেঙে বিপত্তি! অগত্যা সিটবেল্ট খুলে নেমে বিমান ঠেলায় হাত লাগালেন যাত্রীরাই। এমন অস্বাভাবিক দৃশ্য যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে এ নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। বুধবার নেপাল বিমান বন্দরের ঘটনা। খবর অনুযায়ী, নেপালের বাজিরা বিমানবন্দরে অবতরণের সময় বিমানের পিছনের টায়ারটি ফেটে যায়।

ফলে রানওয়ে থেকে কোনও ভাবেই সকানো যাচ্ছিল না বিমানটিকে। এদিকে রানওয়ে আটকে থাকায় অন্য বিমান অবতরণেও অসুবিধে হচ্ছিল। অগত্যা নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিমান সরানোয় হাত লাগান যাত্রীরাও।

দেখা যাচ্ছে প্রায় ২০ জনের একটি দল বিমানটিকে ঠেলে নিয়ে যাচ্ছে রানওয়ে থেকে। এরপর এক ব্যক্তি সেই ভিডিয়ো শেয়ার করেন ট্যুইটারে। বিমানটি ছিল ইয়োতি এয়ারলাইন্সের। ইয়োতি এয়ারলাইন্সের মুখপাত্র সুরেন্দ্র বরতৌল জানান, এয়ার 9N-AVE বিমানটি হুমলার সিমকোট থেকে বাজুরা বিমানবন্দরে অবতরণ করেছিল। তখনই, এই বিমানের টায়ার ফেটে যায় আচমকা। অন্য একটি বিমান তখন রানওয়েতে নামার জন্য তৈরি হচ্ছিল। কিন্তু এই ঘটনার জেরে সেই বিমানটিও অবতরণ করতে পারেনি। ।


এরপর বিমানটিকে রানওয়ে থেকে সরাকে অন্যান্য কর্মীদের সঙ্গে হাত লাগান যাত্রীরাও। সম্মিলিত প্রচেষ্টায় কিছুক্ষণ পর তা সরিয়ে নিয়ে যেতে সক্ষম হন তাঁরা। ওই বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়ার পর তার চাকা সারানো হয়। তার পর অন্য বিমানটিও নিরাপদে অবতরণ করে। তবে এই গটনার জেরে কিছুক্ষণ বিমান ওঠা নামা বন্ধ ছিল নেপাল বিমানবন্দরে।

আরও পড়ুন: Viral Video: চুলে ভর করে ‘এরিয়াল স্টান্ট’! ভাইরাল তরুণীর দুর্দান্ত পারফরম্যান্স, মুগ্ধ নেটপাড়া

আরও পড়ুন: viral video: লাইভ নিউজের মাঝেই সাইকেল থেকে উল্টে গেল আরোহী! ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আরও পড়ুন: Viral Video: চুলে ভর করে ‘এরিয়াল স্টান্ট’! ভাইরাল তরুণীর দুর্দান্ত পারফরম্যান্স, মুগ্ধ নেটপাড়া

Next Article