AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: আস্ত কুকুর গিলে সাপের প্রাণ ওষ্ঠাগত, বস্তায় ভরতে হিমশিম খেল উদ্ধারকারী দল

Viral Video Today: একটি কুকুরকে গিলে ফেলেছিল সেই অজগরটি। তারপর চলা ফেরা করার সবরকম ক্ষমতা হারিয়েছিল সরীসৃপটি। স্থানীয়রা যখন সেখানে সাপটিকে লক্ষ্য করেন, উদ্ধারকারী দলকে খবর দেন তাঁরা। উদ্ধারকারী দলও এসে সেই একই ঘটনা চাক্ষুষ করে।

Viral Video: আস্ত কুকুর গিলে সাপের প্রাণ ওষ্ঠাগত, বস্তায় ভরতে হিমশিম খেল উদ্ধারকারী দল
কুকুর গিলে অজগরের কী অবস্থা দেখুন!
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 7:50 PM
Share

Latest Viral Video: মাঠ বা মাঠলাগোয়া ছোট্ট নালায় ছোট সাপ আমরা আখছারই দেখতে পাই। কিন্তু ছোট সাপের পরিবর্তে সেখানে যদি বিরাট একটা অজগর চলে আসে খাবারের সন্ধানে, কীরকম হয় বলুন তো! এমনতর ঘটনায় ছাপোষা সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে যাওয়ার কথা। আপনি নিজেই একবার ভেবে দেখুন না! যে মাঠে আপনি দৌড়তে যান, সেখানে গিয়েই যদি বিরাট সাপ দেখতে পান, কী অবস্থা হবে তখন? সদ্য ভাইরাল একটি ভিডিয়োতে বিরাট অজগার সাপ উদ্ধার হতে দেখা গিয়েছে একটি মাঠ থেকেই।

একটি কুকুরকে গিলে ফেলেছিল সেই অজগরটি। তারপর চলা ফেরা করার সবরকম ক্ষমতা হারিয়েছিল সরীসৃপটি। স্থানীয়রা যখন সেখানে সাপটিকে লক্ষ্য করেন, উদ্ধারকারী দলকে খবর দেন তাঁরা। উদ্ধারকারী দলও এসে সেই একই ঘটনা চাক্ষুষ করে। আস্ত একটা কুকুরকে গিলে ফেলে ছটফট করছিল সাপটি, কিন্তু সে কিছুতেই চলাফেরা করতে পারছিল না।

ভিডিয়োটি প্রায় 1 মিনিটের। শুরুতেই দেখা গেল, উদ্ধারকারী দল অজগরটিকে ধরতে মাঠে পৌঁছে গিয়েছে। উদ্ধারকারী দলের একজন সাপটির মুখ চেপে ধরে আছে এবং অন্যজন অজগরের ভারী শরীরটা তোলার চেষ্টা করছেন। সেই সময়ই নজরে আসে ওই অজগরের পেটটা, তা যেন ফুলে ফেঁপে ঢোল হয়ে উঠেছে। স্থানীয়রা দাবি করেছেন, একটি কুকুরকে খেয়ে ফেলার পরেই এই অবস্থা হয় সাপটির।

একটি বস্তায় রাখা হয় সাপটিকে। অনেকেই এই ভিডিয়ো দেখার পরে উদ্ধারকারী দলের প্রশংসা করেছেন। কেউ বলছেন, অজগরটিকে এরকম ছোট বস্তায় নিয়ে যাওয়া ঠিক নয়। কেউ আবার বলেছেন, সাপটি বেঁচে আছে কি না, তা জানার ইচ্ছা আছে আমার।

টুইটার তথা X প্ল্যাটফর্মে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে @paragenetics 25 নামক একটি হ্যান্ডেল থেকে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘উত্তরাখণ্ডের হলদওয়ানিতে এই অজগরটি উদ্ধার করা হয়েছে। পোষা কুকুরকে গিলে ফেলেছিল এই বিশাল অজগর। আমাদের দল তৎক্ষণাৎ মাঠে আটকে পড়া সাপটিকে বাঁচাতে পৌঁছে যায়। মনে রাখবেন, মাঠে কাজ করার সময় সতর্ক থাকা জরুরি।’এর মধ্যেই এই ভিডিয়ো 6 হাজারেরও বেশি ভিউ পেয়েছে। প্রচুর মানুষ কমেন্ট ও লাইকও করেছেন।