Viral Video: মহিষের দলের তাড়া খেয়ে গাছে চড়েছে সিংহ! ভিডিয়ো দেখে হাসির রোল নেট দুনিয়ায়

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Mar 16, 2022 | 6:47 PM

Viral Video: গাছে থাকা সিংহ (Lion) আর মহিষের (Buffalo) দলের মধ্যে দূরত্ব রয়েছে ঠিকই। কিন্তু গাছ থেকে ওই মহিষের দলকে দেখে সিংহের প্রায় যায় যায় অবস্থা।

Viral Video: মহিষের দলের তাড়া খেয়ে গাছে চড়েছে সিংহ! ভিডিয়ো দেখে হাসির রোল নেট দুনিয়ায়
গাছে চড়েছে সিংহ।

Follow Us

জীবজন্তুরা যে কখন কী আচরণ করবে, তা কিন্তু বলা বেশ মুশকিল। পশুরাজ সিংহকে কিন্তু সাধারণত বেশ ভয় পায় সকলেই। কিন্তু এবার সেই পশুরাজকেই বেজায় ভয় পাইয়ে দিয়েছে মহিষের দল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে মহিষের দলের ভয়ে গাছে চড়ে বসেছে সিংহ। কোনওমতে ডাল আঁকড়ে আটকে রয়েছে সে। প্রাণপণ চেষ্টা করছে যাতে সে কিছুতেই পড়ে না যায়। জানা গিয়েছে, ভিডিয়োতে যে সিংহের দেখা পাওয়া গিয়েছে সেটি আফ্রিকান সিংহ। ক্ষেপে যাওয়া মহিষের দলের থেকে রক্ষা পেতে গাছে চড়ে বসেছে সে। এই ভাইরাল ভিডিয়ো দেখে বেজায় মজা পেয়েছেন নেটিজ়েনরা। সত্যি সত্যিই যেভাবে গাছ আঁকড়ে সিংহটি ছিল তা দেখে হাসি পাওয়ারই কথা। বীরবিক্রমে জঙ্গল দাপিয়ে বেড়ানো পশুরাজের এমন অবস্থা দেখে হেসে গড়াচ্ছেন নেটিজ়েনরা।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো 

সাধারণত পশুরাজ সিংহের বীরবিক্রম সম্পর্কে সকলেই অবগত। জঙ্গলের রাজাকে ভয় পায় সকলেই। কিন্তু সেই আফ্রিকান সিংহকেই এভাবে মহিষের দলের ভয়ে একটি আকাসিয়া গাছে চড়তে দেখে মজা পেয়েছেন সকলেই। নেটিজ়েনদের অনেকেই বলেছেন, শেষ পর্যন্ত মহিষের দলের কাছে নতি স্বীকার করতে হয়েছে এই সিংহকে। মহিষের দলের তর্জন গর্জন দেখে বেচারা একদম গাছে চড়ে বসেছে সিংহটি। যেন মনে হচ্ছে কোনওরকমে পালিয়ে বেঁচেছে সে। গাছে চড়ে রীতিমতো হাঁপাতে দেখা গিয়েছে সিংহটিকে। আর নীচ থেকে তার দিকে তাকিয়ে রয়েছে মহিষের দল। সিংহ আর মহিষের দলের মধ্যে দূরত্ব রয়েছে ঠিকই। কিন্তু ওই মহিষের দলকে দেখে সিংহের প্রায় যায় যায় অবস্থা।

wild_animal_shorts- নামের একটি ইনস্টাগ্রাম পেজে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ২১ হাজারের বেশি লাইক পড়েছে এই ভিডিয়োতে। মজার মজার কমেন্ট করেছেন নেটিজ়েনরা। কেউ বলেছেন, ‘সিম্বা দাঁড়াও, তোমার বাবা মুফাসা আসছে।’ কেউ আবার মুফাসার সঙ্গে তুলনা করেছেন এই সিংহের। তাঁরা বলেছেন, ‘মুফাসা এবার নেমে পড়ো।’ অনেকে আবার এও বলেছেন, হয়তো এই সিংহটি চোট পেয়েছে। বেশি জোরে আর দৌড়তে পারবে না। তাই বুদ্ধি করে গাছে চড়েছে সে। ভয় পায়নি সে। হাজার হলেও সে পশুরাজ। কারণ এমনিতেই সিংহরা মোষের তুলনায় অনেক জোরে দৌড়োতে পারে। তাহলে না দৌড়ে কেন গাছে চড়ে বসেছে সে? কারণ ওই গাছেই তো আক্রমণ করতে পারে মহিষের দল। এর থেকেই অনুমান হয়তো সে চোট পেয়েছে।

আরও পড়ুন- Viral Video: ‘কাঁচা বাদাম’ গানে রাস্তার পাশেই যোগা প্রশিক্ষকের নাচ, মাতিয়ে দিলেন ‘হুক স্টেপ’- এ, দেখুন ভিডিয়ো

Next Article