Viral Video: গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ির গান ঢোলিঢ়ার সঙ্গে নাচ বিমানসেবিকার, ফের ভাইরাল স্পাইস জেটের এয়ার হসটেস উমা মীনাক্ষী

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Feb 19, 2022 | 6:09 PM

এই ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এর মধ্যেই ২ মিলিয়নের বেশি মানুষ অর্থাৎ ২০ লক্ষের বেশ লোক উমা মীনাক্ষীর নতুন নাচের ভিডিয়ো দেখে ফেলেছেন।

Viral Video: গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ির গান ঢোলিঢ়ার সঙ্গে নাচ বিমানসেবিকার, ফের ভাইরাল স্পাইস জেটের এয়ার হসটেস উমা মীনাক্ষী
স্পাইস জেটের বিমানসেবিকা উমা মীনাক্ষী। Photo Credit: India Ahead HIndi.

Follow Us

স্পাইস জেটের বিমানসেবিকা (Spice Jet Air Hostess) উমা মীনাক্ষী। ইনস্টাগ্রামে (Instagram) উমা বেশ জনপ্রিয়। এই এয়ার হসটেসের নাচের দক্ষতা নেটিজ়েনদের বরাবরই মুগ্ধ করেছে। সম্প্রতি প্লেনের মধ্যেই আলিয়া ভাটের আসন্ন ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি’- র ‘ঢোলিঢ়া’ (Gangubai Kathiawadi Song Dholida) গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে উমা মীনাক্ষীকে। এয়ার হসটেসের পোশাক পরে এই নাচের সব স্টেপ করা বেশ মুশকিল। কিন্তু উমার কাছে নাচের সময় কোনও কিছুই বাধা নয়। বরং আলিয়া ভাটের (Alia Bhatt) মতোই বেশ জমিয়ে ‘ঢোলিঢ়া’ গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে তাঁকে। সবচেয়ে বড় কথা প্লেনের ভিতর একদম অল্প জায়গার মধ্যে কীভাবে উমা এত নিখুঁত নাচ করলেন, তা দেখেই চমকে গিয়েছেন নেটিজ়েনদের সকলে। ইনস্টাগ্রামে ভিডিয়ো (Instagram Viral Video) শেয়ার করে উমা লিখেছেন, ‘ঢোলিঢ়া ট্রেন্ড ইন এয়ারক্র্যাফট’।

দেখুন সেই নাচের ভাইরাল ভিডিয়ো

এই ভিডিয়ো ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এর মধ্যেই ২ মিলিয়নের বেশি মানুষ অর্থাৎ ২০ লক্ষের বেশ লোক উমা মীনাক্ষীর নতুন নাচের ভিডিয়ো দেখে ফেলেছেন। ক্রমশ বাড়ছে ভিউ, লাইক এবং কমেন্টের সংখ্যা। নাচের হুক স্টেপে উমার অনবদ্য পারফরম্যান্স এবং সব শেষে তাঁর মিষ্টি হাসি নজর কেড়েছে নেটিজ়েনদের। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৫ ফেব্রুয়ারি লঞ্চ হবে ‘গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি’। এই ছবির গান ‘ঢোলিঢ়া’ রিলিজের পর থেকেই সাড়া জাগিয়েছে। এই গানটি লিখেছেন সমীর। সুর দিয়েছেন ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালি নিজেই। আর গানটি গেয়েছেন জাহ্নবী শ্রীমনকর এবং শৈল হাডা। গানটি রিলিজের পর থেকেই আলোচনায় রয়েছে অভিনেত্রী আলিয়া ভাট। তাঁর নাচের সঙ্গে সঙ্গে নিখুঁত অভিব্যক্তিরও প্রশংসা করেছেন নেটিজ়েনরা। এবার উমা মীনাক্ষীর নাচেরও প্রশংসায় মজেছেন তাঁরা।

কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে উমার আর একটি নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেখানে এ পি ঢিঁল্লোর জনপ্রিয় গান ‘এক্সকিউসেস’- এর সঙ্গে নাচতে দেখা গিয়েছিল তাঁকে। এই গানও রিলিজের পর থেকেই ট্রেন্ডিংয়ে রয়েছে। ইনস্টাগ্রামে অসংখ্য রিলস এবং ভিডিয়োও ইতিমধ্যেই তৈরি হয়েছে এই গানে। সেই বহুল চর্চিত গানের ছন্দেই নাচতে দেখা গিয়েছে স্পাইস জেটের এয়ার হসটেস উমা মীনাক্ষীকে। বিমানবন্দরের মধ্যে স্পাইস জেটের বিমানসেবিকাদের লাল রঙের পোশাক পরেই নাচতে দেখা গিয়েছে উমাকে। বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই এই র‍্যাপারে গানে নেচেছেন তিনি। শুধু নাচই নয় গানের লিরিক্সের সঙ্গে ঠোঁট মেলাতেও দেখা গিয়েছে এই বিমানসেবিকাকে। তাঁর নাচের এবং একই সঙ্গে এক্সপ্রেশনেরও প্রশংসা করেছেন নেটিজ়েনরা। এয়ার হসটেসের পাশাপাশি নাচকেও পেশা হিসেবে নেওয়ার পরামর্শ এসেছে উমার কাছে।

আরও পড়ুন- Viral Video: সত্যিকারের বাঘ বাচ্চা, সন্তানের ভয়ে থরহরি কম্প মা! ‘ওটা ভয় পাওয়ার অভিনয়’, বললেন নেটিজেনরা

Next Article