AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: সত্যিকারের বাঘ বাচ্চা, সন্তানের ভয়ে থরহরি কম্প মা! ‘ওটা ভয় পাওয়ার অভিনয়’, বললেন নেটিজেনরা

একটি বাঘের বাচ্চা তার মা'কে ভয় দেখাল। মা খানিক ভয় পেলও বটে, কিন্তু যতই হোক সে যে মা! একটি সাদা বাঘ ও তার সন্তানের এমনই একটি আদুরে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

Viral Video: সত্যিকারের বাঘ বাচ্চা, সন্তানের ভয়ে থরহরি কম্প মা! 'ওটা ভয় পাওয়ার অভিনয়', বললেন নেটিজেনরা
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Feb 18, 2022 | 10:56 PM
Share

মা’কে আবার ভয় দেখানোর চেষ্টা করে কোন সন্তান? এমন সন্তানও আবার আছে নাকি? আছে তো বটেই! খবরের কাগজ খুললে আখছারই আমাদের নজরে আসে তা। তবে এবার একটি বাঘের বাচ্চা (Tiger Cub) তার মা’কে (Mother) ভয় দেখাল। মা খানিক ভয় পেলও বটে, কিন্তু যতই হোক সে যে মা! একটি সাদা বাঘ (White Tiger) ও তার সন্তানের এমনই একটি আদুরে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ট্যুইটারে সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ইয়োডাফোরএভার নামক একটি হ্যান্ডলে থেকে। ইতিমধ্যেই সেই ভাইরাল ভিডিয়োর ভিউ ১ মিলিয়ন ছাপিয়ে গিয়েছে।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সামনে দাঁড়িয়ে রয়েছে সাদা রঙের বাঘটি। আর তার ঠিক পিছনেই দরজায় দাঁড়িয়ে তার সন্তান, যাকে দেখতে পাচ্ছে না মা বাঘটি। আর তখনই হুট করে লাফিয়ে এসে মা’কে যেন চমক দেয় ছোট্ট বাঘটি। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “মা’কে চমকে দিল ছোট্ট এই বাঘ।”

নেটাগরিকদের মন মজেছে এই ভিডিয়ো দেখে। নানাবিধ কমেন্ট করেছেন ট্যুইটার ইউজাররা। একজন ইউজার লিখলেন, “ইনি একজন ভালো মা। বাচ্চাটি ওই ভাবে লাফিয়ে আসার জন্য তার দিকে মুখ ফিরে তাকাচ্ছে এই মা এবং শাবকের মধ্যে শিকারের প্রবৃত্তিকে উৎসাহিত করার জন্য পড়েও যাচ্ছে।”

একজন ইউজার আবার লিখলেন, “এই মা বাঘটি একটু বেশিই ভয় পাওয়ার অভিনয় করল, যাতে বাচ্চাটির মন খারাপ না হয়।” তৃতীয় একজন ইউজার লিখলেন, “ঠিক একই রিঅ্যাকশন দেখা যায়, যখন আমি ভোর তিনটের সময় উঠে আমার পাশে আমার সন্তানেরা দাঁড়িয়ে রয়েছে কি না, খোঁজার চেষ্টা করি।”

আরও পড়ুন: এবার ‘কাঁচা বাদাম’ গানে নাচলেন তানজানিয়ার বিখ্যাত ইনস্টাগ্রামার ভাই-বোন কিলি আর নীমা, দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: সিংহের হানা থেকে বাঁচতে মোষের দৌড়, শেষে কুমিরের কাছে আত্মসমর্পণ

আরও পড়ুন: উড়তে উড়তে হঠাৎ মৃত্যু কয়েকশো পাখির, ঝড়ের বেগে ভাইরাল ভিডিয়ো