Zara Dress: বেল্ট নাকি ডেনিম প্যান্ট? জ়ারা-র অদ্ভুত পোশাক দেখে ইন্টারনেটে চরম বিভ্রান্তি
Zara Viral Dress: কেউ কেউ এই পোশাকটিকে অন্তর্বাস ভেবে ভুল করেছেন। কেউ আবার বলেছেন, এই প্রথম বার বোতামযুক্ত অন্তর্বাসের দেখা পেলাম আমরা। আর তার জন্য তাঁরা ক্রেডিট দিয়ে দিচ্ছেন জ়ারাকে। সোশ্যাল মিডিয়া এমন মানুষের সন্ধানও দিয়েছে, যাঁরা এই পোশাকটিকে কেবল উরফি জাভেদের জন্য তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন।
Bizarre Zara Product: বসন আসলে কতটা স্বল্প হলে তাকে স্বল্পবসনা বলা যায়? এর বোধহয় কোনও মাপকাঠিই নেই এবং তা মাপারও কোনও নিখতিও নেই! ক্লোদিং ব্র্যান্ড জ়ারা সেরকমই একটা পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন চলছে। অদ্ভুত পোশাকটি দেখার পরে নেটপাড়ার লোকজন কৌতূহলী হয়ে পড়েছেন। জিনসের সেই পোশাকটি দেখলে আপাত দৃষ্টিতে মনে হবে, তা হয়তো একটি বেল্ট। আদতে কিন্তু তা নয়। তাহলে কী? জানতে গেলে দেখতে হবে এই ভিডিয়ো।
নিকিতা ঘোষ নামের এক ব্যবহারকারী ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভিডিয়োটি দেখলেই আপনার মনে হবে তা যেন ডেনিম বেল্ট। প্রথমে বেল্ট মনে হলেও পরক্ষণেই আপনার ভ্রান্ত ধারণা ভেঙে চুরমার যাবে। কারণ, পোশাকের সামনে দুই থেকে তিনটে স্ট্র্যান্ড রয়েছে। সেই স্ট্র্যান্ডগুলোই যেন বিভ্রান্তিকর নকশা তৈরি করেছে। আর পাঁচটা প্যান্টের গঠন যেমন হয়, এটারও কিছুটা সেরকম। কিন্তু সেই ডেনিম প্যান্টটি আকারে বেল্টের মতো। তাতে যে কয়েকটি স্ট্র্যান্ড রয়েছে, সেগুলিকেও এক-একটা বেল্টের মতোই দেখাচ্ছে আর সেই কারণেই তৈরি হয়েছে চূড়ান্ত বিভ্রান্তি।
কেউ কেউ এই পোশাকটিকে অন্তর্বাস ভেবে ভুল করেছেন। কেউ আবার বলেছেন, এই প্রথম বার বোতামযুক্ত অন্তর্বাসের দেখা পেলাম আমরা। আর তার জন্য তাঁরা ক্রেডিট দিয়ে দিচ্ছেন জ়ারাকে। সোশ্যাল মিডিয়া এমন মানুষের সন্ধানও দিয়েছে, যাঁরা এই পোশাকটিকে কেবল উরফি জাভেদের জন্য তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন।
View this post on Instagram
তাহলে কি সত্যিই এটা প্যান্ট, নাকি বেল্ট? জ়ারা-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পোশাক সম্পর্কে একাধিক তথ্য আমরা জানতে পেরেছি। জ়ারা-র অফিসিয়াল ওয়েবসাইট বলছে, ‘বাকলস-সহ স্যাশ বেল্ট।’ অর্থাৎ এটুকু বোঝা গেল যে, যা-ই হোক, যেমনই হোক, এটি আসলে একটি বেল্ট। সেখান থেকেই জানা গিয়েছে এই বেল্টের দাম 2,290 টাকা।
এদিকে সম্প্রতি স্পেনে গিয়ে ‘জ়ারা’র কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পরে এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বড়দিনের আগেই পশ্চিমবঙ্গে জ়ারা তাদের কাজ শুরু করতে চাইছে। তিনি আরও জানিয়েছেন, এই বড় প্রজেক্টের জন্য জ়ারা-সহ অন্যান্য সহযোগী সংস্থাগুলিকে 100 একর জমি দেওয়ার কথাবার্তা চলছে।