Viral Video: বাঘের চোখে ধুলো দিয়ে তার কড়াল গ্রাস থেকে পালিয়ে গেল চালাক হাঁস, মজাদার ভিডিয়ো

Viral Video Today: বিজ়নেস টাইকুন আনন্দ মাহিন্দ্রা তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, একটি হাঁস ও বাঘের মধ্যে মজাদার কাণ্ড। আসলে নদীতে হাঁসটাকে দেখে নেমেছিল ওই বাঘ। কিন্তু যে পদ্ধতিতে বাঘের চোখে ধুলো দিয়ে ওই চালাক হাঁসটি পালিয়ে গেল, তা সত্যিই অবাক করার মতো।

Viral Video: বাঘের চোখে ধুলো দিয়ে তার কড়াল গ্রাস থেকে পালিয়ে গেল চালাক হাঁস, মজাদার ভিডিয়ো
যে কায়দায় বাঘকে বোকা বানাল হাঁস, তা অবাক করার মতো।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 9:54 AM

Latest Viral Video: বন্যপ্রাণী ও জঙ্গলের অনেক ভিডিয়োই আমরা দেখি, যা আমাদের অবাক করে। কিন্তু জঙ্গলের মজাদার ঘটনা সে ভাবে আমাদের নজরে আসে না। আর সেই কারণেই আমাদের মনে প্রশ্ন জাগে, জঙ্গলে কি সত্যিই মজাদার কিছু নেই, হাল্কা মেজাজের প্রাণী নেই, যাদের আমরা জঙ্গলবুকে দেখি। সেরকমই একটা ভিডিয়ো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি, যা দেখলে আপনি হয়তো হাসিতে কুটিপাটি খাবেন!

ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। বিজ়নেস টাইকুন আনন্দ মাহিন্দ্রা তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, একটি হাঁস ও বাঘের মধ্যে মজাদার কাণ্ড। আসলে নদীতে হাঁসটাকে দেখে নেমেছিল ওই বাঘ। হ্যাঁ, অবশ্যই আক্রমণ করাই ছিল লক্ষ্য। কিন্তু যে পদ্ধতিতে বাঘের চোখে ধুলো দিয়ে ওই চালাক হাঁসটি পালিয়ে গেল, তা সত্যিই অবাক করার মতো।

একটি নদীর তীরে বসেছিল বাঘটি। সে সময় নদীতে একটি হাঁস চলাফেরা করছিল। বাঘটার নজরে যায় তা, হাঁসটিকে দেখা মাত্রই সে তখন জলে নামে। ধীরে ধীরে হাঁসের পিছনে যেতে থাকে বাঘটি। এমতাবস্থায় বিষয়টি হাঁসের নজরে আসে। সে তখন নিজের গতি বাড়াতে বাড়াতে অবশেষে জলের নিচে অদৃশ্য হয়ে যায়। এদিকে বাঘটি কিন্তু তখনও কিছুই বুঝতে পারে না যে, ঠিক কী হল! ততক্ষণে হাঁসটি জলের নিচে ডুব সাঁতার কাটতে কাটতে পালিয়ে যায়।

আনন্দ মাহিন্দ্রা এই ভিডিয়ো শেয়ার করে তার ক্যাপশনে লিখছেন, ‘কখনও কখনও সাফল্য এবং বেঁচে থাকা আপনার পরবর্তী পদক্ষেপের মধ্যে দিয়ে না বলেই আসে।’ গত সোমবার ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 1 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। প্রচুর মানুষ নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।