Viral Video: রেলস্টেশনে আপনার ‘স্পেশ্যাল’ চা কীভাবে তৈরি হয়? ভিডিয়োটা দেখলে জীবনে আর কখনও চুমুক দেবেন না…
Viral Video Today: কেটলিতে চা যে ভাবে ভরা হচ্ছে, তা দেখে আপনি বিস্মিত হতে পারেন। এতটাই নোংরা ভাবে, অস্বাস্থ্যকর উপায়ে একটা বালতি থেকে কেটলিতে চা ভরা হতে পারে, তা আপনি কল্পনাও করতে পারবেন না। সেই বালতি যে কোথায়-কোথায়, কী-কী কাজে লাগানো হয়, তা-ও সত্যিই অজানা, রহস্যময়ও।
Latest Viral Video: চায়ের প্রতি কি আপনার খুব টান? এতটাই টান যে অনিচ্ছা সত্ত্বেও ট্রেনের চা-ই পান করে নিতে হয়? চাওয়ালা না এলে কি ট্রেন যে স্টপেজে থামে, ক্ষণিকের মধ্যেই ট্রেন থেকে নেমে সেখানে চা (Tea) কিনতে হয়? আপনার কিন্তু এবার একটু সতর্ক হওয়ার সময় এসে গিয়েছে। কারণ, এমনই একটা ভিডিয়ো এবার আপনাকে দেখাতে চলেছি, যা দেখে আপনি ট্রেনে (Train) চা পান করার আগে কয়েকবার ভাববেন। কতটা খারাপ, অস্বাস্থ্যকর উপায়ে যে ট্রেনে চা তৈরি হয়, ভিডিয়োটা দেখলে হারে হারে টের পাবেন আপনি।
রেলওয়ে স্টেশনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ট্রেন আসার আগেই দেখা যাচ্ছে একটা কেটলিতে চা ভরতে। সেই কেটলিতে চা যে ভাবে ভরা হচ্ছে, তা দেখে আপনি বিস্মিত হতে পারেন। এতটাই নোংরা ভাবে, অস্বাস্থ্যকর উপায়ে একটা বালতি থেকে কেটলিতে চা ভরা হতে পারে, তা আপনি কল্পনাও করতে পারবেন না। সেই বালতি যে কোথায়-কোথায়, কী-কী কাজে লাগানো হয়, তা-ও সত্যিই অজানা, রহস্যময়ও। ভিডিয়োটি দেখার পরে অনেকেই মন্তব্য করেছেন, রেলস্টেশনের চা খেয়ে তাঁরা সত্যিই অনুতপ্ত।
View this post on Instagram
প্রতিদিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করেন। ট্রেনের চা অনেকেই পছন্দ করেন। এমনকি কিছু যাত্রী আবার তাঁদের যাত্রার সময় একবার ছেড়ে বেশ কয়েকবার চায়ে চুমুক দিতে ভালবাসেন। অনেক ট্রেনে তো আবার স্টেশনের চায়ের দোকানদাররাও উঠে পড়েন চা বিক্রি করতে। তাঁদের হাতেও দেখা যায় এরকমই কোনও এক কেটলি, যা আপনি ভাইরাল ভিডিয়োটিতে দেখলেন।
এই ভিডিয়ো যেন অনেকেরই চোখ খুলে দিয়েছে! কেটলি থেকে বের করে যে চা পরিবেশন করা হয়, সেই কেটলিতে যখন চা ভরা হয়, তখন তা যে কতটা অস্বাস্থ্যকর ভাবে ভরা হয়, পরিষ্কার করে দিয়েছে ভিডিয়োটি। তার থেকেও বড় কথা যে প্লাস্টিকের বালতিটি ব্যবহৃত হয়েছে, তাতে আসলে রং বিক্রি করা হয়। অনেকেই হয়তো ভিডিয়ো দেখে তা বুঝে গিয়েছেন। প্লাস্টিকের মধ্যে গরম জিনিস ভর্তি করা হলে তাতে অনেক ধরনের ক্ষতিকর রাসায়নিক মিশে যায়। এই রাসায়নিক যুক্ত চা কেটলিতে ভরে ট্রেনে বিক্রি করা হয়।
এখন সেই চা যদি আপনার পেটে যায়, কতটা বিপজ্জনক হতে পারে ভাবতে পারছেন? তাই, ট্রেনে বা রেলস্টেশনে নয়। একটু অপেক্ষা করে বাড়িতে এসেই না হয় চায়ে চুমুক দিলেন!