Viral Video: জুতোর ভিতরে ঘাপটি মেরে লুকিয়ে সাপ, দেখে বোঝাই দায়

Viral Video Today: জুতোর ভিতরে অসামান্য কৌশলে কীভাবে লুকিয়ে থাকা যায়, আপাতদৃষ্টিতে কারও নজর এড়ানো যায়, সাপের এই ভিডিয়ো তুলে ধরেছে সেই দৃশ্যই। ইনস্টাগ্রামে প্রকাশ যাদব নামেপ এক ব্যবহারকারী এই ভিডিয়ো শেয়ার করেছেন। স্রেফ সেখানেই ভিডিয়োটি 5K এর বেশি লাইক পেয়েছে। ভিউর সংখ্যা তো না হয় বাদই দিলাম।

Viral Video: জুতোর ভিতরে ঘাপটি মেরে লুকিয়ে সাপ, দেখে বোঝাই দায়
জুতোর ভিতরে কৌশলে লুকিয়ে সাপ!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 25, 2023 | 6:06 PM

Latest Viral Video: ইন্টারনেট হল আজকের কনটেন্টের লাইব্রেরি। যত ভাল আর উদ্ভট কনটেন্ট হবে, ততই তা ভাইরাল হবে। ভিডিয়ো একবার ছড়িয়ে পড়লেই তার অদ্ভুত মুগ্ধতায় আচ্ছন্ন হবে গোটা ইন্টারনেট। তবে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ভিডিয়ো রয়েছে, যা অনেকের কাছেই ভয়ের। অনেক মানুষই আছেন, যাঁরা সাপকে এড়িয়ে চলেন। কখনও এতটাই এড়িয়ে চলেন যে, টিভির পর্দায় বা মোবাইলের স্ক্রিনেও সাপ দেখলে আঁতকে ওঠেন।

কিন্তু তা বলে তো আর সাপ মানুষ এড়িয়ে যাবে না! বর্ষাকাল এলে সাপেদের উৎপাতও বেড়ে যায়। জঙ্গল বা পুকুর থেকে তারা চলে আসে লোকালয়ে। মানুষের বাড়ির কোনও কোণায়, যত্রতত্র লুকিয়ে থাকে তারা। আর এই বর্ষাকাল এলেই সাপদের নিয়ে হরেক কিসিমের ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সম্প্রতি একটি ভিডিয়োতে জুতোর ভিতরে ঘাপটি মেরে লুকিয়ে থাকতে দেখা গিয়েছে একটি সাপকে। ফুটেজটি দেখার পরে নেটিজ়েনদের শিরদাঁড়ায় যেন শীতল স্রোত প্রবাহিত হয়ে গিয়েছে।

ভাইরাল ভিডিয়োটি ইন্টারনেটে খুব ভাইরাল হয়েছে। সাপের জগতে একটি বিস্ময়কর ও চিত্তাকর্ষক দৃশ্য ফুটিয়ে তুলেছে ভিডিয়োটি। জুতোর ভিতরে অসামান্য কৌশলে কীভাবে লুকিয়ে থাকা যায়, আপাতদৃষ্টিতে কারও নজর এড়ানো যায়, সাপের এই ভিডিয়ো তুলে ধরেছে সেই দৃশ্যই। ইনস্টাগ্রামে প্রকাশ যাদব নামেপ এক ব্যবহারকারী এই ভিডিয়ো শেয়ার করেছেন। স্রেফ সেখানেই ভিডিয়োটি 5K এর বেশি লাইক পেয়েছে। ভিউর সংখ্যা তো না হয় বাদই দিলাম।

নেটিজ়েনরা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভিডিয়োর কমেন্ট সেকশনে। একজন কমেন্ট করে লিখেছেন, ‘সত্যিই ভয়ঙ্কর, তাই না?’ মননশীল অবস্থান নিয়ে আর একজনের বক্তব্য, ‘সাপেরাও যে ভয় পায়, জুতোর মধ্যে লুকিয়ে পড়া আসলে তারই উদাহরণ।’ আর একজন জুড়লেন, ‘আমার দুঃস্বপ্নেও যেন এই ধরনের ভিডিয়ো না আসে।’