Delhi Room: এসি ঘরের মধ্যেই কোমড, এক চিলতে স্নানের জায়গা, দিল্লির ভাড়া বাড়ির ছবি ভাইরাল
Viral Delhi Room: এই ভাইরাল ছবির জরাজীর্ণ অবস্থা বলছে এক অন্য গল্প। ছোট্ট ঘরটিতে রয়েছে একটি ঘাট। কী নেই সেই ঘরে! টেবিল ফ্যান থেকে শুরু করে এসি পর্যন্ত রয়েছে সবকিছুই। কিন্তু তার মধ্যে থেকেই কোথাও যেন উঁকি মারছে একটি টয়লেট সিট।
Delhi Room Rent: অন্য শহর থেকে যাঁরা দিল্লিতে এসে বাড়ি ভাড়া নিয়ে থাকেন, তাঁর হারে-হারে টের পান, সেখানে থাকা আসলে কতটা দুষ্কর। রুম তো খুব সহজে একটা পাওয়া যায় না। আর পেলেও তাতে থাকে হাজার একটা সমস্যা, ভাড়া 7-8 হাজারের কম নয়, বরং বেশিই। সেই ঘরে আবার বাল্ব আছে তো পাখা নেই, পাখা আছে তো আবার বাল্ব নেই। এখন একবার ভেবেই দেখুন, এই পরিস্থিতিতে কী আর থাকা যায়! সোশ্যাল মিডিয়ায় সেরকমই একটা ছবি খুব ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা গিয়েছে, ছোট্ট একটি টয়লেট সিট!
একজন রেডিট ব্যবহারকারী এই ছবিটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখছেন, ‘GK2 এলাকায় এই রুমের জন্য কত ভাড়া দিতে হবে?’ প্রকৃতপক্ষে, দিল্লির গ্রেটার কৈলাশ এলাকা হল অন্যতম বিলাসবহুল একটি এলাকা। এখানে আপনি বড় বাংলোর অন্দরে ছোট্ট একটা কলোনিও পেয়ে যেতে পারেন! সেরকম জায়গায় যদি কেউ বাড়ি ভাড়া নিয়ে থাকেন, তাঁকে যে কী কসরতটাই না করতে হয় তা আর বলার কথা নয়!
What’s the max rent you would pay for this kind of place in GK2? by u/supermarketblues in delhi
তবে এই ভাইরাল ছবির জরাজীর্ণ অবস্থা বলছে এক অন্য গল্প। ছোট্ট ঘরটিতে রয়েছে একটি ঘাট। কী নেই সেই ঘরে! টেবিল ফ্যান থেকে শুরু করে এসি পর্যন্ত রয়েছে সবকিছুই। কিন্তু তার মধ্যে থেকেই কোথাও যেন উঁকি মারছে একটি টয়লেট সিট। শুধু তাই নয়। সেখানে বাথরুমের মতো কাঁচের তৈরি একটি কিউবিকলও দৃশ্যমান। কিউবিকলের মধ্যে একটি বালতিও দেখা গিয়েছে। এখন এই টয়লেট সিট আর কাঁচের কিউবিকল দেখে নেটিজ়েনদের ঘুম উড়ে গিয়েছে।
অদ্ভুত ঘর আর তার উদ্ভট সেটআপ দেখে বিভ্রান্ত হয়েছেন অনেকে, অনেকে আবার ক্ষোভও প্রকাশ করে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন লিখেছেন, ‘বিছানা সহ একটি টয়লেট।’ অপরজন মন্তব্য করেন, ‘এটা এমনই একটা জেল, যেখানে আরাম একটু বেশি।’ তৃতীয়জন জুড়লেন, ‘এসি সহ এত বড় বাথরুম আগে কখনও দেখিনি।’ চতুর্থজন একটু মজা করেই যোগ করে বললেন, ‘লুজ় মোশনের কথা মাথায় রেখে এই সেটআপ করা হয়েছে। এতে লজ্জার কী আছে!’