Viral Video: বন্যায় ভেসে যাচ্ছিলেন পুরোহিত, দড়ি বেয়ে তাঁকে জল থেকে টেনে বার করলেই এক ট্রাফিক পুলিশ…

নেটিজেনরা সিআই নায়কের কাজের প্রশংসা করেছেন। একজন টুইটার ইউজার এই প্রসঙ্গে লিখেছেন, 'সিআই শ্রী নায়কের প্রশংসা করুন। বন্যা পরিস্থিতিতে এই ধরনের পরিষেবাকে পুরস্কৃত করা দরকার।'

Viral Video: বন্যায় ভেসে যাচ্ছিলেন পুরোহিত, দড়ি বেয়ে তাঁকে জল থেকে টেনে বার করলেই এক ট্রাফিক পুলিশ...
Follow Us:
| Edited By: | Updated on: Nov 23, 2021 | 12:48 PM

শনিবার অন্ধ্র প্রদেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টির প্রকোপ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেলোর জেলার কোদাভালুর শিব মন্দিরে কর্মরত একজন পুরোহিত বন্যার জলে আটকা পড়েছিলেন। তবে ট্রাফিক সার্কেল ইন্সপেক্টর নায়কের সময় মতো উপস্থিতি আর সাহসিকতা ওই ব্যক্তিকে রক্ষা করে।

ভেঙ্কটেশ্বরপুরম সেতুতে পুরোহিত তাঁর বাইক চালাচ্ছিলেন যখন তিনি উত্তাল জলে ভেসে গিয়েছিলেন। তিনি সাহায্যের জন্য চিৎকার করার সময় ইন্সপেক্টর নায়ক ঐ স্থানে পৌঁছন। তারপর একটি দড়ি ব্যবহার করে তিনি পুরোহিতের কাছে যান। বন্যার জল তাঁদের দিকে আছড়ে পড়ায় তিনি লোকটিকে উৎসাহিত করতে থাকেন। নায়ক পুরোহিতকে শক্ত করে ধরে রেখেছিলেন। একইসঙ্গে তিনি দড়িটিকেও বেশ শক্ত করে ধরে রেখেছিলেন। উদ্ধারের পর বেশ কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন সেই পুরোহিত।

ভিডিয়োটি দেখুন:

অন্ধ্রপ্রদেশ পুলিশ উদ্ধার অভিযানের ভিডিয়োটি টুইটারে শেয়ার করেছে। পুলিশের ডিরেক্টর জেনারেল গৌতম সাওয়াং নায়কের প্রচেষ্টার প্রশংসা করেছেন। অন্ধ্রপ্রদেশ পুলিশের কমেন্টে লেখা হয়, ‘ডিজিপি গৌতম সাওয়াং জনসাধারণের সেবায় এবং একজন ব্যক্তির জীবন বাঁচাতে ট্রাফিক সিআই-এর সাহসের উচ্চ প্রশংসা করেছেন।’

নেটিজেনরা সিআই নায়কের কাজের প্রশংসা করেছেন। একজন টুইটার ইউজার এই প্রসঙ্গে লিখেছেন, ‘সিআই শ্রী নায়কের প্রশংসা করুন। বন্যা পরিস্থিতিতে এই ধরনের পরিষেবাকে পুরস্কৃত করা দরকার।’

আরও পড়ুন: Viral Video: মার্ক জুকারবার্গকে অনুকরণ করে ভিডিয়ো বানালেন এই ব্যক্তি, কী মন্তব্য করলেন তাতে ফেসবুকের সিইও?

আরও পড়ুন: Viral Video: বিয়ের আসরে ‘PC’- র গানে জমিয়ে নাচ কনের! প্রিয়াঙ্কা চোপড়া আপনি কি দেখেছেন? প্রশ্ন নেটিজ়েনদের

আরও পড়ুন: Viral Video: হঠাৎ দেখা মেলায়, অচেনা দুই শিশুর হাসি-খেলায় মুছল সমাজের বিভাজন, আবেগে ভাসল নেটপাড়া