আপনি হয়তো অনেক সিনেমাতেই মাদক পাচারের দৃশ্য দেখেছেন। অনেক দৃশ্যই হয়তো আপনার কাছে রোমাঞ্চকর লেগেছে। আবার এমনও অনেক সিরিজ বা সিনেমা দেখেছেন যেখানে মাদক তৈরি বা পাচার হচ্ছে। এই সব দেখে আপনার হয়তো মনে হতে পারে যে, এই দৃশ্য গুলি শুধুমাত্র সিনেমাতেই হয়। কিন্তু না, এবার সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিয়ো ভাইরাল হল যা দেখে আপনার এই ধারনা ভেঙে যাবে।
সিনেমা বা সিরিজে মাদক পাচারের দৃশ্য দেখে থাকলেও আপনি হয়তো ফলের মধ্যে মাদক পাচারের ঘটনা দেখেননি। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তরমুজের মধ্যে ড্যাগ পাচারের ঘটনা।
ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি এবং পুলিশের হাত থেকে বাঁচতে এই পাচারকারীরা বিভিন্ন রাস্তা অবলম্বন করে, যাতে তারা নিজেদের উদ্দেশ্য সফল হয়। একাধিক বার এই পাচারকারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, কিন্তু তাতেও তারা থেমে থাকে না। মূলত মাদক পাচারকারী এবং চোরাকারবারিরা পরিবহন ও যোগাযোগের একটি বিস্তৃত নেটওয়ার্কের মধ্যে কাজ করে।
আর এই মাদক পাচার করার জন্য তারা যে একাধিক পথ বেছে নেয় তার মধ্যে বেশির ভাগই হল তাদের পণ্য লোকানোর কৌশল। এগুলি হয়তো আপনি অনেক সিনেমা বা সিরিজে দেখেছেন। তবে এবার যে কৌশলটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা সত্যি অন্য ধরনের।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…
Best watermelon I ever bought… ????️ pic.twitter.com/1Zzu9RkQDc
— Mack & Becky Comedy (@MackBeckyComedy) August 29, 2021
ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে অফিসার একটি ট্রাকের পিছন থেকে মাদক ভর্তি তরমুজ উদ্ধার করছেন। একজন অফিসার তরমুজ কেটে দেখান যে ফলের ভিতরে আসলে কী লুকিয়ে রয়েছে। তরমুজের মধ্যে একটি গোলাপি রঙের প্লাস্টিক ব্যাগ রয়েছে। অফিসার যখনই ব্যাগটা খুললেন সেখান থেকে পাওয়া গেল প্রচুর পরিমাণে মারিজুয়ানা। ভিডিয়োটির শেষের দিকে দেখা যায় যে অফিসাররা চোরাপাচারকারীদের পাশে দাঁড়িয়ে আছে এবং মাদক ভর্তি সমস্ত তরমুজ রাস্তায় বিছানো রয়েছে।
২৯ শে অগাস্ট শেয়ার করা এই ভিডিয়োটিতে ইতিমধ্যে এক মিলিয়নের বেশি মানুষের কাছে পৌঁছে গেছে। এই কৌশলটা দেখে অনেকেই হয়তো অবাক হয়েছেন। ম্যান অ্যান্ড বেকি কমেডি নামক একটি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছে। প্রায় ৭৭ হাজার মানুষের কাছে পৌঁছে গেছে এই ভিডিয়োটি। ভিডিয়োটি কোথায় এবং এটা সত্যি কিনা তা জানতে চেয়ে অনেকেই কমেন্ট করেছে পোস্টটিতে।
আরও পড়ুন: একজন পাইলট ক্যাপচার করছেন হ্যারিকেনের ভিডিয়ো! ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়