Viral Video: একজন পাইলট ক্যাপচার করছেন হ্যারিকেনের ভিডিয়ো! ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

এই ভয়ঙ্কর অবস্থায় ঝড়ের দিকে তাকানোও বেশ মুশকিল। এই অবস্থায় আবহাওয়া বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা ছাড়া আর কারোরই এই বিষয় নিয়ে মাথার ঘামানোর উপায় নেই। কিন্তু তারই মধ্যে দুজন পাইলট ক্যামেরা বন্দি করল হ্যারিকেনের ভিডিয়ো।

Viral Video: একজন পাইলট ক্যাপচার করছেন হ্যারিকেনের ভিডিয়ো! ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়
হ্যারিকেন ইডার ছবি..
Follow Us:
| Edited By: | Updated on: Aug 30, 2021 | 3:20 PM

ইতিমধ্যেই ক্যাটাগরি ৪ হ্যারিকেনের হ্যারিকেন ইডা ভাসিয়ে নিয়ে গেছে উত্তর আমেরিকার দক্ষিণ উপকূল। ঘণ্টায় ২৩০ কিমি বেগে আসা এই ঝড় অনেক কিছু ধ্বংস করে দিয়ে যাবে এই বিষয়ে কোনও সন্দেহ নেই। এই ঝড় সম্পর্কিত একাধিক তথ্য এবং ছবি ইন্টারনেটে উঠে এসে ইতিমধ্যেই। তবে এবার এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যা দেখে আপনি হয়তো চমকে উঠবেন।

এই হ্যারিকেন মেক্সিকো উপসাগরের তীরে উপচে পড়েছে। ক্রমাগত মুষলধারে বৃষ্টিপাতের কারণে ইতিমধ্যে স্ট্রিং সার্ফ উপকূলের বেশির ভাগ অংশ জলের নীচে চলে গেছে। এই ভয়ঙ্কর অবস্থায় ঝড়ের দিকে তাকানোও বেশ মুশকিল। এই অবস্থায় আবহাওয়া বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীরা ছাড়া আর কারোরই এই বিষয় নিয়ে মাথার ঘামানোর উপায় নেই। কিন্তু তারই মধ্যে দুজন পাইলট ক্যামেরা বন্দি করল হ্যারিকেনের ভিডিয়ো। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গেছে।

দেখুন সেই ভাইরাল ভিডিয়োটি…

ভিডিয়োটি ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করার পাশাপাশি ক্যাপশনে লেখা হয়েছে যে, আজ সকালে এনইএসডিআইএস ওশান উইন্ডস রিসার্চ টিম ইডার আশ্চর্য ভিডিয়োটি তুলেছেন @NOAA_HurrHunter পি ৩ বিমানের সময়। তবে বলা বাহুল্য যে, NOAA WP-3D Orion #NOAA43 মিস পিগি রিসার্চ মিশন ফ্লাইট মেক্সিকো উপসাগরের উপর ঝড়ের দৃশ্য দেখার মত প্রায় অসম্ভব কাজ করতে সক্ষম হয়েছে।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে, হ্যারিকেনের চোখের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিমানটি থেকে সব কিছু অস্পষ্ট দেখায়। কিন্তু ইডার মধ্যে প্রবেশ করা মাত্রই সব ভিজ্যুয়ালগুলি পরিষ্কার হয়ে যায়। এছাড়াও ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে, বিমানের ওপরের আকাশ নীল। ওই অংশে বুঝতে পারবেন না যে এটা ঝড়ের ছবি। যদিও পরের মুহূর্তেই নিম্নচাপের ছবি উঠে এসেছে। ভিডিয়োটি শেয়ার করা মাত্রই এক মিলিয়নেরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে।

হ্যারিকেনের ফলে লুইজিয়ানার সবচেয়ে জনবহুল শহর নিউ অরলিন্সে বিদ্যুৎ চলে যায় বলে জানা গিয়েছে। তবে যে সব জায়গায় ক্ষতির আশঙ্কা রয়েছে সেখান থেকে আগে থেকেই বসবাসকারীদের এলাকাগুলি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এখনও অনেক পরিবার নিউ অরলিন্সে রয়েছে যারা ঝড়ের সম্মুখীন হচ্ছেন এবং প্রাণের ভয়ে কেউ কেউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন।

আরও পড়ুন: চুলে সাপ জড়িয়ে শখ পূরণ! দেখুন সেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো