Viral Video: একটা ছেলেকে নিয়ে দুটো মেয়ের মধ্যে চুলোচুলি! মাটিতে ফেলে চলল বেদম প্রহার, কী কাণ্ড
Viral Video Today: ভিডিয়োতে দেখা গিয়েছে একটি ক্লাসরুমের চিত্র, যেখানে অনেক পড়ুয়া বসে আছে, কেউ-কেউ আবার দাঁড়িয়েও আছে। দুটি মেয়ের মধ্যে যে কথা কাটাকাটি চলছে, তা পরিষ্কার। হঠাৎই দেখা গেল, শিক্ষকের ডেস্কের কাছে দুটি মেয়ে একে অপরের সঙ্গে মারামারি করছে।
Latest Viral Video: ভালবাসলে মানুষ কী-ই না করতে পারেন! ভালবাসা যেমন একটা মানুষকে শেষ করে দিতে পারে, সেই ভালবাসার কারণেই আবার মানুষ হিংসার পথ অবলম্বন করেন। যৌবনের প্রেম যে কতটা হিংস্র হতে পারে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিয়ো। প্রেম আর প্রেমের মানুষ নিয়ে দুই মেয়ের লড়াইয়ে উত্তাল কাণ্ড বাঁধল ক্লাসে। লড়াই এমনই ভয়ঙ্কর পর্যায়ে চলে গেল যে, একটা সময়ে মনে হল যেন রেসলিংয়ের রিংয়ের লড়াই চলছে। আশ্চর্যজনক বিষয়টি হল, পড়াশোনা বা ব্যক্তিগত শত্রুতার কারণে এই লড়াই নয়। একটি ছেলেকে নিয়েই ক্লাসের দুই বন্ধুর মধ্যে চুল ছেঁড়াছেঁড়ি কাণ্ড বেঁধে গেল।
টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @gharkekalesh নামক একটি হ্যান্ডেল থেকে। TV9 বাংলা এই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি। জানা গিয়েছে, এই ঘটনা অ্যামিটি ইউনিভার্সিটির। সেখানেই ক্লাসরুমে দুটি মেয়েকে মারামারি করতে দেখা গিয়েছে। আর সেই সময় ক্লাসের অন্যান্য মেয়েরা হাঁ হয়ে পুরো ঘটনাটা দেখছিলেন। একটা ছেলেকে নিয়ে অশান্তি যে এইরকম পর্যায়ে পৌঁছে যেতে পারে, কল্পনাও করতে পারেননি তাঁরা।
Kalesh b/w Two Girls Inside college of Amityy univ. over a guypic.twitter.com/QxPp39xA0H
— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 28, 2023
ভিডিয়োতে দেখা গিয়েছে একটি ক্লাসরুমের চিত্র, যেখানে অনেক পড়ুয়া বসে আছে, কেউ-কেউ আবার দাঁড়িয়েও আছে। দুটি মেয়ের মধ্যে যে কথা কাটাকাটি চলছে, তা পরিষ্কার। হঠাৎই দেখা গেল, শিক্ষকের ডেস্কের কাছে দুটি মেয়ে একে অপরের সঙ্গে মারামারি করছে। তাদের মধ্যে একজন আবার মাটিয়ে পড়েও গেল। চুল ধরে টেনে একে অপরকে মারছে, ধরা পড়েছে এই ভিডিয়োতে। সেখানে আবার কয়েকজনকে বাধাও দিতে দেখা যায়।
প্রায় 5 লাখেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। অনেকেই মজাদার সব মন্তব্য করেছেন। একজন লিখলেন, ছেলেটি মনে কোটিপতি হবে, তা না হলে একটা ছেলের জন্য দুটো মেয়ে এভাবে মারামারি করে। আর একজন যোগ করে বললেন, মনে হয় ছেলেটাই ওদের ভিডিয়ো রেকর্ড করছিল। তৃতীয়জন তো ক্যামেরাম্যানকে কটুক্তি করে বললেন, এরপর কী হল, তা তো দেখানো উচিত ছিল।