Viral Video: আরামে দাঁড়ানোর জায়গা না পেয়ে গলা টিপে মার, মুম্বই লোকালের ভিডিয়ো ভাইরাল
Viral Video Today: লড়াই যেমন ছিল, তেমনই আছে। কিন্তু এবার আর তা বসার সিটে সীমাবদ্ধ নেই। বরং, কয়েক কদম এগিয়ে মুম্বই লোকালে এবার দাঁড়ানোর জায়গা নিয়েও দুই ব্যক্তির মধ্যে বেঁধে গেল হাতাহাতি। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

Latest Viral Video: ট্রেন সে লোকাল হোক বা মেট্রো, বসার জায়গা নিয়ে মারামারি হবেই। অল্প হোক বা বিস্তর, অফিস টাইম হোক বা ঘুরতে যাওয়া, পুরুষ হোক বা মহিলা, আসন নিয়ে ট্রেনের অন্দরের লড়াই বহুদূর পর্যন্ত গড়াতে পারে। এ বাংলার বিভিন্ন প্রান্তে লোকাল ট্রেনে আমরা এমন কাণ্ড আখছারই দেখি। দিল্লি মেট্রোয় এমন ঘটনা তো প্রায়শই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমাদের নজরে আসে। এমনকি, মুম্বই লোকালেও ট্রেনে বসার সিট নিয়ে আকচাআকচি লেগেই থাকে। তবে এবার দেখা গেল এক অন্য দৃশ্য। লড়াই যেমন ছিল, তেমনই আছে। কিন্তু এবার আর তা বসার সিটে সীমাবদ্ধ নেই। বরং, কয়েক কদম এগিয়ে মুম্বই লোকালে এবার দাঁড়ানোর জায়গা নিয়েও দুই ব্যক্তির মধ্যে বেঁধে গেল হাতাহাতি। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
দিল্লি মেট্রোর হরেক কিসিমের কেলেঙ্কারি দেখতে-দেখতে বোধহয় বিগত কিছু মাসে আমরা বিরক্ত হয়ে উঠেছিলাম। তারপরই এল মুম্বইয়ের এই চুলোচুলির ঘটনা। সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োটি মুম্বই লোকালের উপচে পড়া ভিড়ে প্রতিদিনের বিশৃঙ্খলার উপর আলোকপাত করেছে। ট্রেনে এক চিলতে জায়গায় দাঁড়িয়ে থাকাও যে কখন অন্যের কাছে সমস্যার হয়ে দাঁড়াতে পারে, প্রকট করে দিল এই ভিডিয়ো। দাঁড়ানোর সামান্য জায়গা নিশ্চিত করে যে এক ব্যক্তি কত বড় সমস্যায় পড়তে পারেন, ভিডিয়োটা না দেখলে বুঝবেন না।
Just a Normal daily scene inside a crowded #MumbaiLocal
Loved the Super Cool Referee.. pic.twitter.com/i0X9yAperP
— मुंबई Matters™ (@mumbaimatterz) September 1, 2023
X প্ল্যাটফর্মে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @mumbaimatterz নামক একটি হ্যান্ডেল থেকে। দেখা গেল, জানলার ঠিক ধারেই দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। তার উপরে হঠাৎই এসে চড়াও হন আর এক ব্যক্তি। তবে তাঁদের বাদানুবাদ যে কিছুক্ষণ আগেই শুরু হয়েছিল, তা বোঝা গিয়েছে। যদিও মুম্বইয়ের ব্যস্ত ট্রেনগুলিতে এই ধরনের দৃশ্য অস্বাভাবিক কিছু নয়। তবে আর এক সহযাত্রীর হস্তক্ষেপে বিবাদ থামে দুজনের।
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “ভিড়ে ঠাসা মুম্বই লোকালের রোজের ঘটনা এটা। সুপার কুল রেফারিকে আমার খুব ভাল লেগেছে।” 1 সেপ্টেম্বর ভিডিয়োটি শেয়ার করা হয়। এর মধ্যে ভিউ প্রায় 3 লাখ ছুঁতে চলেছে। নেটিজ়েনরা মজাদার সব মন্তব্য করেছেন। একজন বললেন, ‘লড়াইয়ের থেকেও আমার লড়াই থামানো ভাল লেগেছে।’ দ্বিতীয়জন জুড়লেন, ‘এক জাতি, এক ট্রেন।’
