Viral Video: জলন্ত বহুতলের জানলা দিয়ে ঝুলছে দুই কিশোর! কীভাবে নিজেদের বাঁচাল তারা? দেখুন ভিডিয়োতে

ভাইরাল ভিডিয়োতে যে দু'জনকে দেখা গিয়েছে তাদের মধ্যে একজনের বয়স ১৩ বছর। অন্যজনের ১৮। জ্বলন্ত ঘর থেকে জানলা দিয়ে বেরনোর চেষ্টা করছিল তারা।

Viral Video: জলন্ত বহুতলের জানলা দিয়ে ঝুলছে দুই কিশোর! কীভাবে নিজেদের বাঁচাল তারা? দেখুন ভিডিয়োতে
কীভাবে আগুন লেগেছে ওই বহুতলে?

| Edited By: Sohini chakrabarty

Dec 20, 2021 | 5:43 PM

দাউদাউ করে জ্বলছে বহুতলের একটি ঘর। জানলা দিয়ে গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী। মাঝে মাঝে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা। কিন্তু ও কী! এই ভয়ানক পরিস্থিতিতে ওই আগুন ধরে যাওয়া জানলায় দেখা গিয়েছে দু’জন মানুষকে! হাবভাব দেখে মনে হচ্ছে ওই ঘর থেকে বেরনোর চেষ্টা করছে তারা। নিউ ইয়র্কের ইস্ট ভিলেজের এই ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন নেটিজ়েনরা। জানা গিয়েছে, এই ভাইরাল ভিডিয়োতে যে দু’জনকে দেখা গিয়েছে তাদের মধ্যে একজনের বয়স ১৩ বছর। অন্যজনের ১৮। জ্বলন্ত ঘর থেকে জানলা দিয়ে বেরনোর চেষ্টা করছিল তারা।

সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে ভিডিয়ো। বহুতলের মধ্যে জ্বলতে থাকা ওই ঘর থেকে এই দুই কিশোর যেভাবে নিজেদের প্রাণ বাঁচিয়ে বেরিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। দুই কিশোরের উপস্থিত বুদ্ধি এবং সাহস তারিফ করার মতো। ভিডিয়োতে দেখা গিয়েছে, যে জানলা দিয়ে দুই কিশোর প্রাণ বাঁচিয়ে পালানোর চেষ্টা করছিল, তার পাশেই ছিল একটা পাইপ। আর সেই পাইপ বেয়েই নীচে নেমেছিল ওই দুই কিশোর। অল্প বয়সী দুই কিশোরের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া। যেভাবে সন্তর্পণে তার নিজেদের রক্ষা করেছে, একে অন্যকে সাহায্য করেছে তা সত্যিই দেখার মতো।

দেখুন সেই ভিডিয়ো

ভিডিয়োতে প্রথমে দেখা গিয়েছে জানলা দিয়ে ঝুলছিল দুই কিশোর। তারপর আস্তে আস্তে দেওয়াল এবং কার্নিশে ভর দিয়ে কোনওক্রমে ওই পাইপ পর্যন্ত পৌঁছে গিয়েছিল তারা। তারপর তা বেয়েই নীচে নেমেছে ওই দুই কিশোর। নীচে ততক্ষণে জড়ো হয়েছিলেন অনেকেই। টুইটারে তিন লক্ষের বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। নেটিজ়েনরা বলছেন এই দুই কিশোরকে সত্যিই তারিফ করা উচিত। নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে একটি ইলেকট্রিক বাইকের লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে ওই বহুতলে আগুন ধরে গিয়েছিল। তবে ওই দুই কিশোর বিশেষ কোনও চোট পায়নি। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয়েছে তাদের। ডাক্তাররা জানিয়েছেন, তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুন- Viral Video: বাইসনকে তাড়া করছে বাঘ, কয়েক হাত দূরে দাঁড়িয়ে ভিডিয়ো করলেন রণদীপ হুডা! দেখুন সেই ভিডিয়ো…

আরও পড়ুন- Viral Video: নিকাহ শুরুর আগে পণের দাবি, কনের বাড়ির লোকের হাতে বেধড়ক মার খেলেন বর, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝে ঢুকে যাচ্ছিলেন মহিলা! আরপিএফ কনস্টেবলের দক্ষতায় প্রাণ বাঁচল যাত্রীর