Viral Video: মাঝরাতে দোকানের বাক্স ছুঁড়ছে ভূত! হাড়হিম ভিডিয়ো দেখে উত্তাল নেটপাড়া…

দোকান থেকে মাঝে মধ্যেই জিনিস এদিক ওদিক হচ্ছে। কেউ যেন আচমকাই সব ছুঁড়ে দিচ্ছে পোষ্যদের লক্ষ্য করে। কাজ করতে ভয় পাচ্ছেন কর্মচারীরাও...

Viral Video: মাঝরাতে দোকানের বাক্স ছুঁড়ছে ভূত! হাড়হিম ভিডিয়ো দেখে উত্তাল নেটপাড়া...
এমন ভাইরাল ভিডিয়ো আগে দেখেছিন কি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2022 | 6:33 PM

ভূত-প্রেত আছে কি নেই এই নিয়ে তর্ক চলতেই থাকে। কারণ যথেষ্ট যুক্তিপূর্ণ ভাবে কখনও কিছু প্রমাণ পাওয়া যায়নি। কিছু ঘটনা এমন থাকে যাকে কোনও কিছু দিয়ে ব্যখ্যা করা যায় না। তা থাকে বিশ্বাস-অবিশ্বাসের ঊর্ধ্বে। কিছুটা হয়তো মনের ভুল বা বিশ্বাসও বলা যেতে পারে। তবে লন্ডনের এই মহিলা যা বললেন তাতে তোলপাড় সোশ্যাল মিডিয়া। শুধু মুখেই বললেন না, প্রমাণও দেখালেন। তাঁর একটি পোষ্যদের দোকান রয়েছে। রেবেকা হ্যারিংটন নামের এই মহিলার দোকান রয়েছে কভেন্ট্রিতে। বেশ কিছুদিন ধরেই তাঁর মনে হচ্ছিল কোনও রকম অস্বাভাবিক কিছু ঘটছে।

এরপর সিসিটিভি ফুটেজে তিনি দেখেন হঠাৎ করেই খেলনার বাক্স একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে। কখনও পোষ্যদের খেলনা এর-ওর ঘাড়ে এসে পড়ছে। এসব কাণ্ড দেখে দোকানের কর্মচারীরাও আর কাজে আসতে চাইছে না। তারাও রীতিমতো ভয় পাচ্ছেন। এমনকী যে সব ক্রেতা দোকানে আসছেন তাঁরাও  ভয় পেতে শুরু করলেন।

দোকানের সব পোষ্যরাও যেন আতঙ্কে। তাদের চোখে-মুখে সেই ছাপ স্পষ্ট। আর এই সব ঘটনা কিন্তু ধরা পড়েছে সিসি ক্যামেরায়। রেবেকা এই পুরো ঘটনাটি শেয়ার করেছিলেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। এরপরই তোলপাড় শুরু হয় নেটমাধ্যমে। ঘটনাটি প্রচার হওয়ার পর বেশ কিছুজন ভূত শিকারীকেও কিন্তু ডাকা হয়েছিল সেই দোকানে। আর ভূত শিকারীরাও এসে কিন্তু প্রথমে ঘাবড়ে যান। অদ্ভুত একটা শূন্যতা ছিল ঘর জুড়ে।

পরে অবশ্য তাঁরা জানান ওখানে কোনও অশরীরীর উপস্থিতি রয়েছে। আর তিনি কোনও কারণে বিরক্ত হয়েছেন, তিনি চান না সেখানেল কেউ থাকুক। সেই সঙ্গে উঠে এসেছে আরও একটি গল্প। প্রায় ৪০-৫০ বছর আগে ওই জায়গায় একটি পোড়ো বাড়ি ছিল। আর সেখানে পরাজিত সৈনিকদের মৃত্যুদণ্ড দেওয়া হত। এছাড়াও ওই সময় কাভেন্ট্রিতে যুদ্ধ হয়েছিল আর প্রচুর বোমাও পড়েছিল। তখনও প্রচুর মানুষ মারা গিয়েছিলেন। তারপর ওই স্থানে দোকানটি হয়েছে। কিন্তু অতৃপ্ত প্রেত-আত্মাদের উৎপাত আজও কাটেনি। দ্য মিররে প্রকাশিত প্রতিবেদনে এমনই জানিয়েছেন রেবেকা। সেখানেই তিনি জানান সিসিটিভি ফুটেজ ধরা পড়ার ভিডিয়োটি তিনি কোনও রকমে শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। আর এরপরই  ডাক পড়ে সেই ভূত শিকারী দলের। এমন ভূতুড়ে কান্ড আগে দেখেছন কখনও? স্বচক্ষে ভূতের এই ভিডিয়ো দেখে নিন আরও একবার।

আরও পড়ুন: Viral Video: এ পি ঢিঁল্লোর গানে স্পাইস জেটের এয়ার হসটেসের নাচ, নিখুঁত নাচের স্টেপে মন মজেছে নেটিজ়েনদের অনেকের

আরও পড়ুন: Viral: গাড়িতে জীবন্ত কুমির নিয়ে যাচ্ছিলেন যুবক! ধরা পড়তেই গ্রেফতার, দেখুন ভাইরাল ছবি