যুদ্ধবিদ্ধ্বস্ত ইউক্রেনেই (Ukraine) বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এক ইউক্রেনীয় যুগল (Ukrainian couple)। ২২ বছর ধরে একসঙ্গে রয়েছেন তাঁরা। ১৮ বছরের এক মেয়েও রয়েছে তাঁদের। অবশেষে দাম্পত্যের বাঁধনে (Marriage) আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে যে দেশে যুদ্ধ চলছে সেখানে আড়ম্বরের সঙ্গে বিয়ে করা নেহাতই সোনার পাথর বাটির সমান। তাই ইউক্রেনের রাজধানী কিয়েভের ডিফেন্স লাইনেই বিয়ে সেরেছেন ওই ইউক্রেনীয় কাপল। বিয়ের কনে লেসিয়া গত মাসে যুদ্ধ শুরুর সময়েই চাকরি ছেড়েছেন। রাশিয়ার রক্তচক্ষু থেকে দেশ এবং নিজের জেলাকে উদ্ধার করতে যোগ দিয়েছে টেরতোরিয়াল ডিফেন্স ফোর্সে। কিয়েভ শহরের প্রান্তেই রয়েছ তাঁর জেলা। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে প্রিয় সঙ্গীর সঙ্গে দেখা হয়নি লেসিয়ার। হয়তো এই দূরত্বই আরও বেশি করে তাঁদের বিয়ে করায় উৎসাহ যুগিয়েছে। শেষ পর্যন্ত দু’দশকেরও বেশি সময়ের সঙ্গী ভ্যালেরির সঙ্গে আনুষ্ঠানিক ভাবে গাঁটছড়া বেঁধেছেন লেসিয়া।
This couple, Lesya and Valeriy, just got married next to the frontline in Kyiv. They are with the territorial defense. pic.twitter.com/S6Z8mGpxx9
— Paul Ronzheimer (@ronzheimer) March 6, 2022
তবে দেশে যতই যুদ্ধ লাগুক, আর বিয়ে যতই সেনা ছাউনিতে হোক, এত বছরের প্রেম যখন পরিণতি পাচ্ছে তখন অনুষ্ঠানে কিছু চমক তো থাকতেই হবে। আর তাই সেনা জওয়ানরা গান গেয়ে বিয়ে দিয়েছেন লেসিয়া এবং ভ্যালেরির। তাঁদের আনন্দে সামিল হয়েছেন সকলে। গলা ছেড়ে গান গেয়ে, হাসি-আনন্দে মেতে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন জওয়ানরা। বিয়ে করে দারুণ খুশি লেসিয়াও। তিনি বলছেন, ‘ভীষণ খুশি আমি। সবচেয়ে আনন্দিত যে আমি জীবিত রয়েছি। আমার সঙ্গী এখন আমার স্বামী। তিনিও জীবিত রয়েছেন। সুস্থ ভাবে আমার পাশে রয়েছেন। দেশে যা শুরু হয়েছে প্রতিটা মুহূর্তই অনিশ্চয়তায় ঘেরা। কাল কী হয় বলা সম্ভব নয়। তাই ঠিক করেছিলাম এবার বিয়ে করব। আমাদের মেয়েও নিশ্চয় খুশি হয়েছে যে এতদিনে শেষ পর্যন্ত আমরা বিয়ে করেছি।’
এক জার্মান সাংবাদিক Paul Ronzheimer যিনি কিয়েভ গিয়েছেন রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের খবর সংগ্রহে, তিনিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন লেসিয়া এবং ভ্যালেরির বিয়ের অনুষ্ঠানের ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে নবদম্পতিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন সেনা জওয়ানরা। গান গেয়ে সদ্য বিবাহিত কাপলকে অভিবাদন জানাচ্ছেন সকলে। এই ভিডিয়োই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। ১.৬ মিলিয়নের বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। এছাড়াও ভিডিয়োতে দেখা গিয়েছে ইউক্রেনের এক বিখ্যাত শিল্পী Taras Kompanichenko- কে, যিনি এখন টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সের ভলান্টিয়ার। জওয়ানদের ইউক্রেনীয় গানের সঙ্গে বান্দুরা নামক বাদ্যযন্ত্র বাজাতে দেখা গিয়েছে ওই শিল্পীকে। নেটিজ়েনদের নজর কেড়েছে বর-কনের পোশাকও। সেনার পোশাক পরেই বিয়ের আসরে হাজির ছিলেন তাঁরা। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন কিয়েভ শহরের মেয়র এবং তাঁর ভাইও। আর সব শেষে লেসিয়া জানিয়েছেন, এমন জটিল পরিস্থিতিতে একদম সাদামাঠা ভাবেই বিয়ে করতে চেয়েছিলেন তিনি। একই মত ছিল ভ্যালেরিরও। তবে জওয়ানদের গাওয়া গান তাঁদের বিয়ের অনুষ্ঠানকে অন্যমাত্রা দিয়েছে। বিষাদ ভুলে ক্ষণিকের জন্য হলেও আনন্দ করেছেন তাঁরা।
আরও পড়ুন- Viral Video: হেলিকপ্টার থেকে ঝুলন্ত অবস্থায় পুল আপ! গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন আর্মেনিয়ার যুবক