Viral Video: ভাইরাল হওয়ার নেশা, মেট্রোয় উঠে ব্যাক ফ্লিপ দেখাতে গিয়ে মুখ থুবড়ে পড়ল যুবক
Latest Viral Video: এই ক্লিপটি ইনস্টাগ্রাম পেজ @chaman_flippe থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখার পর শত শত ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছু ব্যবহারকারী ছেলেটিকে দেখে কমেন্টে মজাও করেছে।
আজকাল ভাইরাল হওয়ার জন্য যে বেশিরভাগ মানুষ মেট্রোকে ব্যবহার করছে, তা বললে ভুল কিছু বলা হবে না। প্রায় প্রতিদিনই কোনও না কোনও মেট্রোর ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বিশেষ কোনও শহরকে আলাদা করে বলা না গেলেও, দিল্লি রয়েছে তালিকার শীর্ষে। মাঝে মাঝে মেট্রোয় মানুষ এমন কিছু কাজ করে বসে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। আবার কখনও বিভিন্ন সব কাণ্ড করে বিরক্তির কারণও হয়। তবে এবার এমন একটি ভিডিয়ো সামনে এসেছে, যা দেখলে আপনি অবাক হবেন। অনেকে আবার হাসি চেপে রাখতে পারেননি। এক যুবক ব্য়াক ফ্লিপ করার চেষ্টা করেছেন। কিন্তু তার পরিণাম একেবারেই তা হয়নি, যা আপনি ভাবছেন। বরং তার সঙ্গে এমন কিছু হয়েছে, যা আপনি ভাবতেও পারবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ভিড় মেট্রোয় এক যুবক মেঝেতে বসে রয়েছে। তাকে দেখেই বুঝতে পারছেন, তিনি রিল তৈরির জন্য কিছু একটা করতে চাইছেন। কয়েক সেকেন্ড পরেই আপনি দেখতে পাবেন, যুবকটি ব্যাক ফ্লিপ করতে চাইলেন। কিন্তু হল না। তার মাথাটি সজোরে মেঝেতে ধাক্কা লাগে। আর সেখানে থাকা লোকজন সঙ্গে সঙ্গে তার দিকে তাকায়। কিন্তু ততক্ষণে সে মাথা ধরে বসে পড়েছে। আপনি দেখেই বুঝতে পারবেন, তার অসম্ভব লেগেছে।
View this post on Instagram
এই ক্লিপটি ইনস্টাগ্রাম পেজ @chaman_flippe থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখার পর শত শত ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। কিছু ব্যবহারকারী ছেলেটিকে দেখে কমেন্টে মজাও করেছে। অনেকে কমেন্ট করেছেন, “ভাইরাল হওয়ার জন্যই যে এই ধরনের চেষ্টা, তা বোঝাই যাচ্ছে। অনেকে অনেক কমেন্টও করেছেন।” কেউ বলেছেন, “আমার জানতে ইচ্ছে করছে, এরপরে ছেলেটির কী হয়েছে।” আরও এক ব্যক্তি মজার ছলে কমেন্ট করেছেন, “ভাগ্যিস মাথার খুলি হাতে খুলে চলে আসেনি। ভাইরাল হওয়ার জন্য যে মানুষ আর কত কী করবে, এখন সেটাই দেখার।”