Viral Video: চিকেন বার্গার তো অনেক খেয়েছেন, ‘পান বার্গার’ খেয়ে দেখবেন নাকি?

Latest Viral Video: কখনও কি পান বার্গারের নাম শুনেছেন? শুনেই অবাক হলেন তো? ভাবছেন চিকেন বার্গার ছেড়ে এখন আবার পান বার্গার?

Viral Video: চিকেন বার্গার তো অনেক খেয়েছেন, 'পান বার্গার' খেয়ে দেখবেন নাকি?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 10:14 AM

Viral Video Today: বর্তমানে বিভিন্ন খাবার নিয়েই পরীক্ষা নিরিক্ষা হয়। কখনও বিরিয়ানি সিঙাড়া, কখনও ম্যাঙ্গো পিৎজা আরও কত কী। আর সেই সব খাবারগুলি দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। মানুষ ভিড় জমাচ্ছে সেই সব দোকানে। আবার অনেক খাদ্যরসিক সেই নিয়ে সমালোচনাও করেন। কিন্তু বর্তমানে এমন একটি খাবার ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি চমকে উঠবেন। কোনও অনুষ্ঠানে খাওয়া দাওয়ার শেষে পান দিতে দেখেছেন। অনেকে খান আবার অনেকে খান না। বহু মানুষই আছেন যারা পান খাতে ভালবাসেন। এতদিন পান কোল্ড ড্রিঙ্কস, পান লজেন্স অনেক কিছুই শুনেছেন। কিন্তু কখনও কি পান বার্গারের নাম শুনেছেন? শুনেই অবাক হলেন তো? ভাবছেন চিকেন বার্গার ছেড়ে এখন আবার পান বার্গার? বরফের পান, মিষ্টি পান বা ফায়ার পান ছেড়ে পানকে যে বার্গারের ভিতরেও পুর হসেবে দেওয়া যায়, তা হয়তো কখনও ভাবেনওনি। একবার খেয়ে দেখবেন নাকি এই অভিনব বার্গার?

15 সেকেন্ডের এই ভিডিয়োটিতে আপনি দেখতে পাচ্ছেন, যেভাবে পানের দোকানে পান সাজানো হয়, ওভাবেই সাজানো রয়েছে। কিন্তু অবাক ব্যাপার হল আপনি সেই পানগুলিকে এক একটি বার্গারের উপর দেখতে পাবেন। পানে মিষ্টি মৌরি, চকলেট, বরফি, বাদাম, কাজু বাদাম, চুন, মিষ্টি চাটনি ইত্যাদি সব দিয়ে সাজানো হল। পানের উপর সব কিছু সাজানোর পর ব্যক্তিটি ক্রিম দিয়ে দেন উপর থেকে এবং তারপর সেই পানটি বার্গারের বানের মাঝখানে রেখে দেন। ব্যাস! আর তাতেই তৈরি হয়ে যায় পান বার্গার। সেই বার্গার হাতে নিয়ে ভাগ করতেই দেখা গেল পানের পুর।

ভিডিয়োটি ভাইরাল হতেই অধিকাংশ মানুষের হুঁশ উড়ে গিয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। কেউ লিখেছেন, “এখন পানও এভাবে খেতে হবে? সোশ্যাল মিডিয়ায় যুগে আরও কত কী দেখতে হবে কে জানে।”