আমাদের চারপাশে এমন অনেক মজার ঘটনা প্রতিদিন ঘটছে, যার অনেক কিছুই চোখ এড়িয়ে যায়। কিন্তু, কিছু ঘটনা এমন থাকে যেগুলোর চোখ এড়িয়ে যাওয়া সম্ভাবনাও খুব কম। আবার, সেগুলোর মধ্যেই কিছু এমন ঘটনাও থাকে যা অবিস্মরণীয় হয়ে যায়।
বিশ্বজুড়ে মানুষ সব ধরণের অদ্ভুত কাজ করে চলেছে। কিছুজন ভুলবশত করে ফেলেন, আবার কেউ কেউ শিরোনাম দখল করার জন্য এই ধরণের কাজ করে থাকেন। কারণ যাই হোক না কেন, মজার ব্যাপার হল তারা এই প্যান্ডেমিকেও আমাদের মধ্যে কিছু হাস্যরস এবং মজা ছড়িয়ে দিতে পারছেন। এরকমই একটা মজার বিয়ের ঘটনা ঘটল। একজন মানুষ তাঁর রাইস কুকারের সঙ্গে বিয়ে করলেন।
পোস্টটি দেখুন:
Putih, pendiam, pintar memasak, idaman sekali ? pic.twitter.com/vih2KGkAuz
— RJ (@lagidirumah) September 23, 2021
ইন্দোনেশিয়ার এই মানুষটি তার প্রিয় সরঞ্জাম রাইস কুকারকে বিয়ে করে ফেলল। খাইরুল আনামের নামের এই লোকটি তার রাইস কুকারকে বিনা কারণে বিয়ে করেছেন। তিনি তাঁর এই কাজের জন্য ৩ টি বৈধ কারণ দেখিয়েছেন। তিনি শেয়ার করেছেন যে ৩ টি জিনিস রয়েছে যা তাঁকে এই কুকারকে বিয়ে করার জন্য অনুপ্রাণিত করেছিল। এই তিনটি কারণ হল যে এই রাইস কুকার তাঁর জন্য রান্না করতে পারে, রান্না করা চালের রঙ সাদা হয় এবং এটি একেবারেই কথা বলে না।
এই প্যান্ডেমিক এবং কাজের চাপের একসঙ্গে মোকাবিলা করা একটু কঠিন হয়ে উঠছে। আজকের দিনে কম বয়সী যুবক যুবতীরা যেখানে অবিবাহিত থাকতেই বিশেষ পছন্দ করে সেখানে খাইরুলের মতো কিছু মানুষ এই অদ্ভুত নির্জীব বস্তুকেই বিয়ে করে ফেলছেন। আনাম আবার সাদা শেরওয়ানি পরেছিলেন। বিয়ের অনুষ্ঠানের জন্য রাইস কুকারের ওপরে আবার একটা ওড়নাও জড়িয়েছিলেন তিনি।
আরও পড়ুন: Viral Video: প্রচণ্ড রেগে শ্বশুরবাড়ির ছাদে চড়ে বসল নতুন বউ! ভিডিয়ো দেখে হতবাক নেটিজেনরা…
আরও পড়ুন: Viral Video: কোলে শুয়ে রয়েছে ২০ ফুটের সাপ! মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তরুণী, দেখুন ভিডিয়ো