AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: প্রচণ্ড রেগে শ্বশুরবাড়ির ছাদে চড়ে বসল নতুন বউ! ভিডিয়ো দেখে হতবাক নেটিজেনরা…

বিয়ের পর যখন কোন মেয়ে প্রথমবার তার শ্বশুরবাড়িতে প্রবেশ করে, সাধারণত ভারতে তাকে গ্রহণ করে নেওয়ার একটা চল আছে। এবার এই ভিডিয়োতে সেই চলে কীভাবে ধোঁয়াশার সৃষ্টি হল, দেখে নিন...

Viral Video: প্রচণ্ড রেগে শ্বশুরবাড়ির ছাদে চড়ে বসল নতুন বউ! ভিডিয়ো দেখে হতবাক নেটিজেনরা...
| Edited By: | Updated on: Oct 01, 2021 | 11:59 AM
Share

বিয়ের পর যখন নববধূ প্রথমবারের জন্য শ্বশুরবাড়ি যায়, তখন সে অত্যন্ত লাজুক স্বভাবের হয়ে থাকে। সেটা যদিও খুবই স্বাভাবিক। প্রথমবারের জন্য একটা নতুন জীবন শুরু করতে চলেছে সে। অনেকটা ভয়, বেশ খানিকটা চাপা উত্তেজনা সব মিলিয়ে খুব পরিচিত একটা রূপ দেখতে পাওয়া যায়। কিন্তু, কখনও কি এমন দেখেছেন যে বউ বাঁশের সিঁড়ি নিয়ে শ্বশুরবাড়ির ছাদে চড়ে বসে আছে?

বিয়ের পর যখন কোন মেয়ে প্রথমবার তার শ্বশুরবাড়িতে প্রবেশ করে, সাধারণত ভারতে তাকে গ্রহণ করে নেওয়ার একটা চল আছে। তাঁকে গ্রহণ করার জন্য একজন দাঁড়িয়ে থাকেন। শ্বশুর-শাশুড়ি, ভাই/বোন-শ্বশুর থেকে শুরু করে বাড়ির সকল সদস্য নতুন বউকে স্বাগত জানাতে উপস্থিত থাকে। কখনও কখনও, প্রতিবেশীরাও মহিলাকে তাঁর নতুন বাড়িতে প্রবেশ করার জন্য স্বাগত জানাতে যোগ দেয়। কিন্তু কখনও কখনও, যদি সেই স্বাগত জানানোর লোকের সংখ্যা কম হয়, বা স্বাগত জানানোর অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ না হয়, সেক্ষেত্রে নতুন বউয়ের খারাপ লাগতে পারে। এমনই একটি ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একজন রাগী নববধূ এমনই প্রতিক্রিয়া দেখালেন যে কেউ জানতেও পারতো না, এমনও সম্ভব!

ভিডিয়োটি দেখুন:

রাগী বধূকে শান্ত করা কোন খারাপ কাজ নয়। এই নববধূ তার শ্বশুরবাড়িতে পৌঁছানোর পর ধোঁয়াশার সৃষ্টি হয়। যখন তার শ্বাশুড়ি সহ বাকি লোকেরা তার রাগ ভাঙ্গানোর চেষ্টা করছে, তখন সে চরম উপায় নেয়! ভিডিয়োতে দেখানো হয়েছে যে নতুন বউ একটি বাঁশের সিঁড়ি রেখে, সেটায় চড়ে সোজা বাড়ির ছাদে উঠে গেল। বর মরিয়া হয়ে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু বৃথা হয়!

শুধু তাই নয়, সিঁড়ি দিয়ে উঠে বাড়ির ছাদে পৌঁছানোর পর সে মইটিকে দূরে ঠেলে দেয়। নীচ থেকে বর সহ পুরো পরিবার তাকে চেপে ধরার জন্য প্রভূত চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু রাগী মহিলা নীচে নামতে অস্বীকার করেছে। ভিডিয়োটি ইন্টারনেটে রীতিমত ঝড় তুলেছে। নেটিজেনরা নবদম্পতির এই অবস্থা দেখে দমফাটা হাসি হেসেছেন।

আরও পড়ুন: কোলে শুয়ে রয়েছে ২০ ফুটের সাপ! মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তরুণী, দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: রাস্তার পাশের ই-স্কুটার থেকে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া! আতঙ্কিত স্থানীয়রা, দেখুন ভিডিয়ো