অ্যাডভেঞ্চার প্রেমীরা জীবনে অন্তত একবার প্যারাগ্লাইডিং করেন কিংবা করার লক্ষ্য রাখেন। কিন্তু সে তো গেল মানুষের কথা। কখনও কোনও কুকুরকে প্যারাগ্লাইডিং করতে দেখেছেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে মালিকের সঙ্গে প্যারাগ্লাইডিংয়ে যোগ দিয়েছে এক সারমেয়। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে এই অ্যাডভেঞ্চার প্রেমী কুকুরটিকে। জানা গিয়েছে, এই কুকুরটি Samoyed প্রজাতির। অ্যাডভেঞ্চার প্রেমী এই সারমেয়র নাম Ouka। মালিক Shams- এর সঙ্গে প্যারাগ্লাইডিং করতে গিয়েছিল এই চারপেয়ে।
জানা গিয়েছে, কুকুরটি বয়স মাত্র ৩ বছর। Shams যে নিজের পুত্রসন্তানের মতোই Ouka- র খেয়াল রাখেন, সেটা স্পষ্ট হয়েছে এই ভিডিয়োতে। ইনস্টাগ্রামে এই পোষ্য এবং তার মালিকের নামে Ouaka.sam বলে একটি পেজ রয়েছে। সেখানেই এই প্যারাগ্লাইডিংয়ের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, Shams- এর পায়ের কাছে বাঁধা রয়েছে মানে সমস্ত সতর্কতা অবলম্বন করে কুকুরটিকে বেঁধে রাখা হয়েছে। মালিকের সঙ্গেই প্যারাগ্লাইডিং করেছে এই কুকুরটি। অত উঁচু দিয়ে ওড়ার সময়েও মোটে ভয় পায়নি Ouka। বরং বেশ হাসি হাসি মুখে উপভোগ করেছে পুরো সফর।
দেখুন সারমেয়র প্যারাগ্লাইডিং করার ভিডিয়ো
মাঝে মাঝে আবার Ouka- র মাথায় হাত বুলিয়ে দিয়েছেন Shams। চোখ বুজে জিভ বের করে ভরপুর আদরও নিয়ে নিয়েছে ওই পোষ্য সারমেয়। ২৯ সেকেন্ডের এই ভিডিয়ো এখন ভাইরাল ইনস্টাগ্রামে। Ouaka.sam পেজে গেলে Ouka- র আরও অনেক ভিডিয়ো পাওয়া ছবি। সমস্ত ছবি-ভিডিয়ো দেখে বেশ ভালভাবেই বোঝা গিয়েছে যে মালিক এবং পোষ্য দু’জনেই মারাত্মক অ্যাডভেঞ্চার প্রেমী। কেউ কারও থেকে কম যান না। সফলভাবে প্যারাগ্লাইডিং করতে পেরে খুশি দু’জনেই। প্রায় ৬১ হাজারের বেশি ভিউ হয়েছে ওই ইনস্টাগ্রাম ভিডিয়োর। Shams- এর ইনস্টা পোস্ট আর Ouka- র এক্সপ্রেশন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, এমন অ্যাডভেঞ্চার করে বেজায় আনন্দ পেয়েছে তারা দু’জনেই।
Ouaka.sam ইনস্টাগ্রাম পেজের অন্যান্য ছবি এবং ভিডিয়োতে দেখা গিয়েছে হাইকিং, কায়াকিং সব অ্যাডভেঞ্চার স্পোর্টসেই আগ্রহ রয়েছে সাদা ধবধবে এই সারমেয়র। আর তাই সফর সঙ্গী হিসেবে Ouaka- কে সঙ্গে নিয়েই বেরিয়ে পড়েন Shams। তারপর সমস্ত অভিযান দু’জনে মিলে ছুটিয়ে উপভোগ করেন। Ouka- র সঙ্গে কাটানো সমস্ত ‘মিষ্টি মুহূর্ত’ ক্যামেরাবন্দি করেও রাখেন Shams।
আরও পড়ুন- সোনার চুল! অস্ত্রোপচার করে মাথার তালুতে সোনার চেন লাগিয়ে ভাইরাল মেক্সিকোর র্যাপার