সোনার চুল! অস্ত্রোপচার করে মাথার তালুতে সোনার চেন লাগিয়ে ভাইরাল মেক্সিকোর র্যাপার
Viral Video: মেক্সিকোর র্যাপার Dan Sur আরও জানিয়েছেন যে অন্যরকম কিছু করতে চেয়েছিলেন তিনি। তাই এভাবে অপারেশন করে মাথার তালুতে সোনার চেন হুকিং করে লাগিয়ে নিয়েছেন।
হেয়ার এক্সটেনশন থেকে শুরু করে নানা ভাবে চুলে রঙ করা কিংবা কালারিং উইগ অর্থাৎ রঙিন পরচুলা পড়তে অনেককেই দেখা যায়। কিন্তু তা বলে সোনার চুল! নাহ সোনালি রঙের চুল ভেবে ভুল করবেন না। এই চুল আক্ষরিক অর্থেই সোনার। বিষয়টা ঠিক কী রকম? মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পে সোনার চেন লাগিয়েছেন এক মেক্সিকান র্যাপার। অস্ত্রোপচার করে ওই সমস্ত গোল্ড চেন লাগানো হয়েছে মেক্সিকোর র্যাপার Dan Sur- এর মাথায়। সম্প্রতি একটি মিউজিক ভিডিয়োতে ওই নতুন এবং বেশ কিছুটা অদ্ভুত রূপে দেখা গিয়েছে এই র্যাপারকে।
ইতিমধ্যেই ওই ভিডিয়ো এবং র্যাপারের সোনার চুলের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। নেটিজ়েনদের মধ্যে হইচই শুরু হয়ে গিয়েছে মেক্সিকোর ওই র্যাপারকে নিয়ে। অনেকেই জানতে চেয়েছেন ওইসব চেন, মানে যেগুলো র্যাপারের স্ক্যাল্পে অপারেশন করে লাগানো হয়েছে সেগুলো আদৌ সোনার কি না। তবে এই সবকিছুর মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠেছে চিকিৎসকদের সতর্কবার্তা। সোশ্যাল মিডিয়ায় একদল ডাক্তার ইতিমধ্যেই এমন কাজ না করার পরামর্শ। এমনকি এ জাতীয় কাণ্ড ঘটালে কী কী সমস্যা হতে পারে সেকথাও জানিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, মেক্সিকোর ওই র্যাপার Dan Sur দাবি করেছেন, মানব সভ্যতার ইতিহাসে তিনিই নাকি একমাত্র যিনি এভাবে মাথার তালুতে সোনার চেন অস্ত্রোপচার করে বসিয়েছেন। বছর ২৩- এর র্যাপারের যে সোনার প্রতি মারাত্মক ভালবাসা রয়েছে তা কিন্তু স্পষ্ট। সম্প্রতি একটি টিকটক ভিডিয়োতে প্রথম এই মেটালিক লুক নিয়ে হাজির হয়েছিলেন এই মেক্সিকান র্যাপার। এরপর রিলিজ করেন একটি মিউজিক ভিডিয়ো। তারপরেই শোরগোল পড়ে যায় নেট পাড়ায়। শুধু মাথায় সোনার চেন লাগিয়েই তুষ্ট হননি এই র্যাপার। সেই সঙ্গে তাঁর দাঁতেও হলুদ ধাতুর হদিশ পাওয়া গিয়েছে। এর পাশাপাশি গয়নাগাটি তো রয়েইছে। নিজেকে একেবারে সোনায় মুড়ে ফেলেছেন এই র্যাপার।
View this post on Instagram
তরুণ এই র্যাপারের দাবি, তার শরীরে এবং মাথায় ও দাঁতে যে সমস্ত হলুদ ধাতব জিনিস দেখে গিয়েছে, তার সবই খাঁটি সোনা। Dan Sur আরও জানিয়েছেন যে অন্যরকম কিছু করতে চেয়েছিলেন তিনি। সকলেই তো চুল রঙ করেন। একজনের চুলের রঙ পছন্দ হলে অন্যজন সেটা করিয়ে নেন। তাই এমন অভিনব কিছু Dan Sur করতে চেয়েছিলেন যা চট করে অন্য কেউ নকল করতে পারবেন না। সেই জন্যই অপারেশন করে স্ক্যাল্পে সোনার চেন লাগিয়েছেন তিনি। সেইসব চেনের মধ্যে আবার মণি-মাণিক্য খচিত রয়েছে। যদিও চিকিৎসকরা বলছেন, এমনটা করা যথেষ্ট ঝুঁকিবহুল কাজ। হতে পারে অনেক বিপদও। তাই এমন কাণ্ড না ঘটানোই মঙ্গলের।
আরও পড়ুন- Viral: হাঙরের দেহ আর শুয়োরের মুখ, দেখা গেল অদ্ভুতদর্শন ‘পিগ ফিশ’