Viral Video: বিয়েবাড়িতে অঘটন! সঙ্গীতের মঞ্চে দোলনা থেকে ছিটকে পড়ে গেলেন পাত্র-পাত্রী, দেখুন ভিডিয়ো

স্টেজ থেকে বেশ কিছুটা উপর থাকা ওই দোলনা আচমকা মূল হুক থেকে খুলে যায়। সম্পূর্ণ দোলনাটা উল্টে একদম স্টেজের উপর পড়ে যান বর-কনে। শোরগোল পড়ে যায় বিয়েবাড়িতে।

Viral Video: বিয়েবাড়িতে অঘটন! সঙ্গীতের মঞ্চে দোলনা থেকে ছিটকে পড়ে গেলেন পাত্র-পাত্রী, দেখুন ভিডিয়ো
এ যাত্রায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি, এটাই স্বস্তি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2021 | 2:26 PM

বিয়ের অনুষ্ঠানের আয়োজন, সমারোহে কোনও খামতি ছিল না। পাত্র-পাত্রী ভেবেছিলেন সকলকে তাক লাগিয়ে দেবেন। সেই মতোই আয়োজন করেছিলেন ওয়েডিং প্ল্যানাররাও। কিন্তু আনন্দ অনুষ্ঠান যে এমন ভয়াবহ ভাবে শেষ হবে, সেটা ভাবেননি কেউই। ভারতের বিয়েবাড়ি মানেই প্রচুর হইহুল্লোড়। দিন তিনেক ধরে চলে বিভিন্ন অনুষ্ঠান। আর আজকাল বিয়েবাড়ির অন্যতম আকর্ষণ দুরন্ত ওয়েডিং ফটোগ্রাফি। তাই অনেকেই ওয়েডিং প্ল্যানারদেরই দায়িত্ব দেন। আর ক্লায়েন্টের পছন্দ অনুসারে এক একটা বিয়েবাড়িতে প্রায় বিলাসবহুল সিনেমার সেটের মতো বানিয়ে ফেলেন ওয়েডিং প্ল্যানাররা।

ছত্তিসগড়ের রায়পুরের একটি বিয়েবাড়িতেও তেমনই হয়েছিল। কিন্তু সঙ্গীত অনুষ্ঠানের মাঝেই যে এত বড় অঘটন ঘটে যাবে, সেটা বুঝতে পারেননি কেউই। অনুষ্ঠানে দেখা গিয়েছে, হবু স্বামী-স্ত্রী একটি ডিম্বাকৃতির দোলনা মতো জিনিসে বসেছিলেন। আর ওই ওভাল শেপের দোলনায় চড়েই মঞ্চে প্রবেশের কথা ছিল তাঁদের। শুরুটা ঠিকঠাকই হয়েছিল। আস্তে আস্তে মঞ্চের নীচ থেকে শূন্যে ভাসতে শুরু করেছিল দোলনা। তাতে চড়ে বসেছিলেন হবু বর-কনে। চারপাশে তখন আলোর রোশনাই। সঞ্চালক উত্তেজনার সঙ্গে ঘোষণা করছেন পাত্র-পাত্রীর নাম। আশপাশের সকলেও তখন নাচ-গানে মেতে পাত্র-পাত্রীকে অভিবাদন জানাতে ব্যস্ত ছিলেন। সেই সময়েই ঘটে অঘটন।

দেখুন বিয়েবাড়িতে সেই দুর্ঘটনার ভিডিয়ো

স্টেজ থেকে বেশ কিছুটা উপর থাকা ওই দোলনা আচমকা মূল হুক থেকে খুলে যায়। সম্পূর্ণ দোলনাটা উল্টে একদম স্টেজের উপর পড়ে যান বর-কনে। শোরগোল পড়ে যায় বিয়েবাড়িতে। আশপাশের সকলেই সাহায্যের জন্য ছুটে যান পাত্র-পাত্রীর দিকে। ওভাবে উঁচু থেকে বর-কনেকে পড়ে যেতে দেখে ভয়ে, আতঙ্কে চিৎকার করতে শুরু করেন তাঁদের পরিবারের সদস্য এবং অন্যান্য আত্মীয় স্বজনরা। জানা গিয়েছে, প্রায় ১২ ফুট উঁচু থেকে পড়ে গিয়েছিলেন বর-কনে। তবে সেরকম মারাত্মক চোট লাগেনি তাঁদের। কিন্তু ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গিয়েছেন সকলেই। ভয়ও পেয়েছেন সকলেই। কারণ একটু এদিক-ওদিক হলেই বড় বিপদ হতে পারত। যদিও এ যাত্রায় তেমন কোনও অঘটন ঘটেনি। মারাত্মক ক্ষতি হয়নি বর-কনের। জানা গিয়েছে, এই ঘটনার ৩০ মিনিট পরেই বিয়ের অন্যান্য রীতি-নীতির কাজ শুরু করেছিলেন ওই পাত্র-পাত্রী। অন্যদিকে আবার শোনা গিয়েছে, এই গোটা ঘটনা দায় নিয়েছে ওই ওয়েডিং প্ল্যানার সংস্থা। এই গোটা ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে টুইটারে।

আরও পড়ুন- Viral Video: মিঠুনের ‘জুলি জুলি’ গানে জেএনইউয়ের নিরাপত্তারক্ষীর নাচ, দেখুন ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন- Viral Video: ‘নাট্টু নাট্টু’ গানে নিখুঁত নাচ! ‘আর আর আর’ ছবির গানে নেচে নেট পাড়ায় হইচই ফেললেন ফ্রান্সের যুবক

আরও পড়ুন- Viral Video: দৈত্যাকার পাইথনের সঙ্গে খেলায় মেতেছে একরত্তি মেয়ে! ভাইরাল ভিডিয়ো দেখে আঁতকে উঠলেন নেটিজ়েনরা