AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: সাহস বলিহারি! খালি হাতে বিষধর সাপ নিয়ে মহিলার কেরামতি; দেখুন কী কাণ্ড

Snake Rescue Video: ঘটনাটি মহারাষ্ট্রের কোলপুরের। একটি দোকান থেকে বিশাল সাপটিকে উদ্ধার করা হয়। দোকানের মধ্যে সাপটি লক্ষ্য করার পর রীতিমতো আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। এরপরই উদ্ধারকারী দলকে খবর দেওয়া হলে ওই মহিলা ঘটনাস্থলে উপস্থিত হন। তারপর তিনিই সাপটিকে উদ্ধার করেন।

Viral Video: সাহস বলিহারি! খালি হাতে বিষধর সাপ নিয়ে মহিলার কেরামতি; দেখুন কী কাণ্ড
মহিলার সাহসিকতার প্রশংসা নেটদুনিয়ায়।
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 9:12 PM
Share

Latest Viral Video: সাপ দেখলে আমরা অনেকেই আঁতকে উঠি। কিন্তু কিছু মানুষ নির্ভয়ে এমন ভাবে সাপ উদ্ধার করেন, তাঁদের দেখলে অবাক হয়ে যাই আমরা। সেরকমই এক মহিলা নেটদুনিয়ার নজর কেড়ে নিয়েছেন। অত্যন্ত সাহসিকতার সঙ্গে তিনি যে ভাবে সাপ উদ্ধার করলেন, তারপর ধীরে ধীরে সেটিকে জায়গার মধ্যে রেখে দিলেন তা দেখলে সত্যিই হতবাক হয়ে যেতে হয়।

ঘটনাটি মহারাষ্ট্রের কোলপুরের। একটি দোকান থেকে বিশাল সাপটিকে উদ্ধার করা হয়। দোকানের মধ্যে সাপটি লক্ষ্য করার পর রীতিমতো আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। এরপরই উদ্ধারকারী দলকে খবর দেওয়া হলে ওই মহিলা ঘটনাস্থলে উপস্থিত হন। তারপর তিনিই সাপটিকে উদ্ধার করেন। আর সাপ উদ্ধারের সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিয়োতে প্রথমে দেখা গেল, ওই মহিলা সাপের লেজ ধরে সেটিকে উল্টো করে ধরে। বিরাট সাপটি তার শক্তি প্রয়োগ করার সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি দেখার পর দোকানে উপস্থিত মানুষজন কিছুটা আতঙ্কিত হয়ে যান। কিন্তু ওই মহিলার চোখে-মুখে যেন বিন্দুমাত্র ভয়টুকুও নেই। এমনকি, সাপটিকে উদ্ধারের সময় তিনি হাসতে থাকে, যা দেখে নেটিজ়েনরা হতচকিত হয়েছেন।

@shweta_wildliferescuer ইনস্টাগ্রাম হ্যান্ডেলের শ্বেতা সুতার নামে ওই মহিলা, তাঁর সাপ উদ্ধারের দক্ষতা প্রদর্শন করে ভিডিয়োটি শেয়ার করেছেন। এর মধ্যেই ওই ভিডিয়ো 25K লাইক পেয়েছে, লক্ষ-লক্ষ মানুষ তা লাইক করেছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মেয়েটির সাহসিকতার প্রশংসা করে মন্তব্য বিভাগে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

“সাপ মনে হয় তোমাকে ভয় পায়! তুমি কি সাপের দেবী?” একটি ব্যবহারকারী জিজ্ঞেস করলেন। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “আমাদেরও একটু শিখিয়ে দিও প্লিজ়!” তৃতীয়জনের বক্তব্য, “আমার তো এখান থেকেই ভয় লাগছে। আপনি কীভাবে সাপটাকে ধরে আছেন এখনও বুঝতে পারছি না।”