মানুষের অনেক ধরণের শখ হয়। কারোর জামা কাপড় কেনার শখ তো কারোর বিভিন্ন ধরনের খাবার খাওয়ার শখ। আবার অনেকের পশু পাখি পোষারও শখ থাকে। মানুষের যে বিভিন্ন ধরণের শখ হয় তা বলা বাহুল্য। অনেক মানুষের ধারণা যে কিছু কিছু মানুষের ধারণা আজব শখও ধরনের হয়। যারা এই বিষয়ে দ্বিমত পোষণ করেন তারাও এবার সহমত হবেন। কারণ সোশ্যাল মিডিয়ায় এমন এক ভিডিয়ো শেয়ার হয়েছে যা দেখে আপনি সত্যি ধারণা করতে পারবেন যে শখ আজব ধরনেরও হয়।
সাধারণত আমরা সাপ দেখলেই আঁতকে উঠি। শুধু তাই নয়, সাপের নাম শুনলেও ভয় লাগে। এই বন্য জন্তুর থেকে সবাই ভয় পায়। তবুও এমন কিছু মানুষ আছেন যাঁরা সব রকম সর্তকতা অবলম্বন করে বাড়িতে সাপ পোষেন। এটাকেও এক প্রকার শখ বলা যায়। কিন্তু সাপকে মাথায় নিয়ে ঘোরা- এই ধরনের শখের কথা হয়তো আপনি এর আগে শোনেননি। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এমনই এক ভিডিয়ো যেখানে আপনি দেখতে পাবেন একজন মহিলা তার চুলে সাপ জড়িয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো…
স্নেক ম্যানিয়া নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিয়োটি। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে, একজন মহিলা তার চুলে একটি সাপকে জড়িয়েছে এবং সেই অবস্থায় সুপারমার্কেটে ঘুরে বেড়াচ্ছে। কয়েকদিন আগে ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল ইনস্টাগ্রামে।
ইতিমধ্যে হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে ভিডিয়োটি। সংখ্যাটা যে আরও বাড়ছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তার সাথে কমেন্টও। ইনস্টাগ্রামে এই ভিডিয়ো দেখে অসংখ্য কমেন্ট করেছেন ইউজাররা। অনেকে প্রশংসা করেছে, আবার অনেকে মজাও উড়িয়ে কমেন্ট বক্সে।
স্নেক ম্যানিয়া নামক এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে, ভিডিয়োটি রকি ব্লু নামক একজন ব্যক্তি তুলেছেন। তবে ভিডিয়োটিতে থাকা মহিলার সম্পর্কে জানা যায়নি। মহিলার নাম জানা না গেলেও মহিলার শখ সম্পর্কে এতক্ষণে সবাই জেনে গেছেন। অনেকেই তাঁর শখ থেকে এখন ধারণা করতে পারবেন যে শখ আজব ধরনেরও হয়।
তবে শখ যেমনই হোক না কেন তার জন্য ঝুঁকি নেওয়া উচিত নয়। বন্য জন্তুদের খাঁচায় বন্দি করার বিষয়টাও যেমন বিবেচিত, তেমনই তাদের নিয়ে প্রকাশ্যে ঘোরাও ঠিক নয়। এতে শুধু নিজের নয়, আশেপাশে থাকা মানুষের ওপরও বিপদের ঝুঁকি বেড়ে যায়।
আরও পড়ুন: মাঝ আকাশে দুটো বেলুনের মাঝের পাটাতনে হাঁটছেন যুবক! দেখুন ভিডিয়ো