মাস্কের উপর দিয়েই নথ পরে সেজেছেন মহিলা! ছবি ভাইরাল টুইটারে
এই ছবি কবে কোথায় তোলা হয়েছে তা অবশ্য জানা যায়নি। সেই সঙ্গে জানা যায়নি মহিলার নাম-পরিচয়ও। তবে মাস্কের উপর দিয়ে পেল্লাই নথ পরার এমন অদ্ভুত কায়দার জন্য নেট দুনিয়ায় রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন এই মহিলা।
করোনার কারণে মাস্ক এখন সাধারণ মানুষের নিত্যসঙ্গী। এর ফলে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে সকলকেই। তবে মহিলাদের সমস্যা একটু বেশিই। বিশেষ করে তাঁর যদি বিয়েবাড়ি থাকলে, তাহলে সাজগোজের পুরো পরিকল্পনাই ভেস্তে যাবে। কারণ যাই সাজুন না কেন, বাড়ির বাইরে পা রাখলে মাস্ক কিন্তু পরতেই হবে।
মাস্কের ঠ্যালায় লিপস্টিক পরার জো নেই। হয় লিপস্টিক মাস্কে লেগে যায়। নয়তো ঘেঁটে যায়। যাঁরা নাকছাবি পরতে ভালবাসেন, একই হাল তাঁদেরও। হাজার সাজগোজ করেও লাভ নেই। কারণ মাস্কের আড়ালে সবই ঢাকা পড়ে যাবে। তবে মাস্কের সঙ্গে গয়নাও পড়বেন বলে ঠিক করে নিয়েছিলেন এক মহিলা। আর তার জন্য যে ‘জুগাড়’ তিনি করেছেন, সেই পরিকল্পনার ফসল অর্থাৎ একটা ছবি এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
#JewelleryJugaad level "Super Ultra Pro Max…" ??? pic.twitter.com/2JV0NpX2v3
— Dipanshu Kabra (@ipskabra) May 7, 2021
ওই ছবিতে দেখা গিয়েছে, ভারী গয়নায় সেজেছেন এক মহিলা। মুখে সঠিক ভাবেই পরা রয়েছে মাস্ক। কিন্তু এ কী! মাস্কের উপর দিয়েই বেশ বড় একটা নথ পরেছেন ওই মহিলা। আইপিএস অফিসার দীপাংশু কাবরা টুইটারে এই ছবি শেয়ার করেছেন। গয়না প্রেমীদের জন্য মাস্ক পরেও ফ্যাশন করার রাস্তা দেখিয়েছেন ওই মহিলা। যদিও তাঁর এই স্টাইল স্টেটমেন্ট মোটেই পছন্দ হয়নি নেটাগরিকদের একটা বড় অংশের।
কেউ বলেছেন, এত গয়না পরে দেখানোর জন্য একবার অন্তত মহিলার বাড়িতে আয়কর বিভাগের হানা দেওয়া উচিত। কেউবা বলেছেন, সেজেছেন বটে, তবে বিয়েবাড়িতে বোধহয় এমন সাজ না সাজলেই পারতেন। অনেকে আবার মশকরা করে লিখেছেন, পরিস্থিতি যাই হোক, ভারতীয়রা জুগাড় ব্যাপারটায় একদম ওস্তাদ। অনেকে আবার বেশ রেগেও গিয়েছেন। দেশে মহামারি চলছে। এমন দুর্দিনে তাই বিয়েবাড়ি, উৎসব, সাজগোজ বন্ধ করে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন ওই টুইটারিয়ানরা।
আরও পড়ুন- ভিডিয়ো: বৃষ্টি নেই, ইন্দ্র দেবতাকে সন্তুষ্ট করতে ধরে বেঁধে বিয়ে দেওয়া হল ২ ব্যাঙের
এই ছবি কবে কোথায় তোলা হয়েছে তা অবশ্য জানা যায়নি। সেই সঙ্গে জানা যায়নি মহিলার নাম-পরিচয়ও। তবে মাস্কের উপর দিয়ে পেল্লাই নথ পরার এমন অদ্ভুত কায়দার জন্য নেট দুনিয়ায় রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন এই মহিলা।