Viral Video: আধার কার্ড দেখালেই ফুচকা মিলবে এই দোকানে; বিরাট ভিড়, টপাটপ মুখে ভরছেন সকলে
Viral Video Today: দেশের কোনও এক রাজ্যের ফুচকারই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে। তবে তা ফুচকার কোনও ফ্লেভারের জন্য নয়। আপনি আধার কার্ড (Aadhaar Card) না দেখালে সেই দোকান থেকে ফুচকা পাবেন না।
Latest Viral Video: ফুচকা এ দেশের জনপ্রিয়তম খাবারগুলির একটি। দেশের এমন কোনও রাজ্য, শহর বা গ্রাম নেই যেখানে আপনি ফুচকা পাবেন না। আর এই বাংলায় যে আপনি কত ভিন্ন প্রকারের ফুচকা পাবেন, তা গুনে শেষ করতে পারবেন না। গন্ধরাজ ফুচকা (Golgappa) থেকে চকোলেট, ফুচকার জল হিসেবে কোল্ড ড্রিঙ্ক পর্যন্ত ব্যবহৃত হয়েছে এই বাংলায়। ফুচকা নিয়ে এত হরেক কিসিমের এক্সপেরিমেন্ট সম্ভবত এই বিশ্বের আর কোথায় হয়নি, যতটা বাংলা হয়েছে। তবে এবার বাংলার নয়, দেশের অন্য কোনও এক রাজ্যের ফুচকারই ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়েছে। তবে তা ফুচকার কোনও ফ্লেভারের জন্য নয়। আপনি আধার কার্ড (Aadhaar Card) না দেখালে সেই দোকান থেকে ফুচকা পাবেন না।
কলকাতার বেশির ভাগ জায়গাতেই আপনি 10 টাকার বিনিময়ে চারটি বা বড়জোর পাঁচটি ফুচকা পাবেন। তবে আমরা এই যে দোকানের সন্ধান পেয়েছি, সেখানে 20 টাকায় ছয়টি ফুচকা দেওয়া হয়। আশ্চর্যজনক বিষয়টি হল, এই দোকানে মেয়ে গেলে ফুচকা পাবেন না। এখানে কেবল পুরুষদেরই ফুচকা দেওয়া হয়।
View this post on Instagram
Food Unlock নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। হিন্দিতে ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “এখানে আধার কার্ড দেখালেই ফুচকা মেলে।” প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে। তবে দোকানে কাস্টমারেরও লম্বা লাইন। এই ফুচকা স্বাদে কেমন, ফুড ভ্লগারকে জানিয়েছেন দোকানের কাস্টমাররা।
বেশিরভাগ কাস্টমারই এই ফুচকা খাওয়ার পরে বলছেন, “অসাধারণ এই ফুচকা। এর অতুলনীয় স্বাদ আমরা আগে কোথাও পাইনি।” নেটিজ়েনদের কেউ কেউ আবার বলেছেন, “আধার কার্ড দেখালে যদি উনি ফ্রি-তে ফুচকা দিতেন, তাহলে আজই খেতে চলে যেতাম।”