বাঁদরদের বাঁদরামির খপ্পরে পড়েননি এমন মানুষ কিন্তু বেশ কম। সাধে কি আর তার এমন নাম! মানুষেরই আদিম প্রজাতি তো। আর তাই দুষ্টুবুদ্ধিতে বাঁদরের জুড়ি মেলা ভার। সম্প্রতি ইউটিউবার লোগান পল একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বেড়াতে গিয়েছিল দক্ষিণ আফ্রিয়ায়। আর সেখানেই ঘটে এমন বিপত্তি। গাড়ি থেকে নামতেই ছেঁকে ধরে বাঁদরের পাল। সঙ্গে আবার দুটো বেবুওনও ছিল। পার্কিং লটে গাড়ি রাখতেই তারা হামলা করে ইউটিউবারের উপর। ব্যাগ থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তা না করতে পেরে একটি জুসের বোতল হাতিয়ে নেয়।
তবে প্রথম বারের চেষ্টা বিফলে গেলেও দ্বিতীয় বারের ক্ষেত্রে আর চান্স মিস করেনি বাঁদরের দল। একপ্রকার ছোঁ মেরেই লোগানের ব্যাগ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয়। এরপর লোগান অনেকবার চেষ্টা করে সেই ক্যামেরা ফেরত পেতে, কিন্তু কোনও ভাবেই সফল হয়নি সে। বরং এক গাড়ি থেকে লাফিয়ে অন্য গাড়িতে যাচ্ছিল বাঁদরগুলো। মুখে সেই চিরাচরিত ভেংচি। লোগান ব্যাগের থেকে বন্দুক বার করে তাক করলেও তাদের কোনও তাপ উত্তাপ ছিল না।
ঘটনায় কপালে হাত লোগানের। তিনি যে কী করবেন সেই মুহূর্তে কিছুই বুঝতে পারছিলেন না। উদভ্রান্তের মত তাঁরা ক্যামেরার সহযোগীকে জিগ্গেস করেন আমি কি করব? উত্তরে বেশ মজা করেই ক্যামেরার উল্টোপারে থাকা ব্যক্তিটি বলেন, কিছুই করার নেই। ক্যামেরা এখন ওর হাতে। এই ভিডিয়োই তিনি শেয়ার করেছেন তাঁর ইউটিউব চ্যানেলে।
wtf just happened@primehydrate pic.twitter.com/sbZMWXWfuB
— Logan Paul (@LoganPaul) January 30, 2022
ক্যাপশনে
লিখেছেন শেষপর্যন্ত বাঁদরদের হাতে লুট হতে হল। এখনও পর্যন্তপ্রায় ২১ লক্ষ মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। আপনিও মিস করবেন না মজার এই ভিডিয়ো।
আরও পড়ুন: Viral Video: বহুতলে আগুন! ঝুঁকি নিয়ে তরুণীকে উদ্ধার করলেন দুই প্রতিবেশী যুবক, দেখুন ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন: Viral Video: অজগরের লেজ ধরে সাপকে হয়রান করলেন এক ব্যক্তি! ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়