BJP: পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তৃণমূল ছেড়ে বিজেপিতে ৩০০ পরিবার
শনিবারই আলিপুরদুয়ার-১ ব্লকের বাবুরহাট এলাকায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আলিপুরদুয়ার: পঞ্চায়েত ভোটের আগে ফের ফাটল শাসক শিবিরে। এবার আলিপুরদুয়ারে কয়েকশো পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল। রবিবার কালচিনির চুয়াপাড়াতে প্রায় ৩০০ পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল বলে গেরুয়া শিবিরের দাবি। যার মধ্যে তৃণমূলের কয়েকজন পঞ্চায়েত ও বুথ স্তরের নেতা রয়েছেন বলেও বিজেপির দাবি। এদিন তাঁদের হাতে পদ্ম-পতাকা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা।
সম্প্রতি আলিপুরদুয়ারে সভা করেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সভা করে ফিরে যেতেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ঘর গোছাতে শুরু করল গেরুয়া শিবির। এদিন কালচিনির চুয়াপাড়ায় ৩০০ পরিবারের বিজেপিতে যোগদান তারই নজির বলে মনে করছেন জেলার রাজনীতিকরা।
এদিন কয়েকশো পরিবারের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা,কালচিনির বিধায়ক বিশাল লামা,বিজেপির জেলা সভাপতি ভূষণ মোদক,কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাও সহ জেলা বিজেপি নেতৃত্ব। একসঙ্গে এতজনের বিজেপিতে যোগদান প্রসঙ্গে মনোজ ওরাও বলেন, “দলে দলে মানুষ বিজেপিতে যোগদান করছে। মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। এদিন চুয়াপাড়ায় ৩০০ পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। এর মধ্যে কয়েকজন পঞ্চায়েত ও বুথ স্তরের নেতা রয়েছেন। আগামীতে আরও মানুষ বিজেপিতে যোগদান করবে।”
অন্যদিকে, চুয়াপাড়ার একাধিক পরিবারের বিজেপিতে যোগদানের কথা পরোক্ষে স্বীকার করে নিয়েছেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বরাইক। তবে দলের বড় কোনও নেতা বিজেপিতে যোগ দেননি জানিয়ে তিনি বলেন, “পঞ্চায়েত নির্বাচনের মুখে দলবদল হলেও ভোটে এর কোনও প্রভাব পড়বে না।”
প্রসঙ্গত, শনিবারই আলিপুরদুয়ার-১ ব্লকের বাবুরহাট এলাকায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জনসভার পরদিনই কয়েকশো পরিবারের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান শাসকদলকে অস্বস্তি ফেলল বলেই মনে করছে রাজনৈতিক মহল।