Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum TMC: চারপাশ ধোঁয়া-ধোঁয়া, রাতের অন্ধকারে কাজল-ঘনিষ্ঠ নেতার বাড়িতে পড়ল বোমা, কাঠগড়ায় কেষ্ট ঘনিষ্ঠরা

Birbhum TMC: এবার সেই আলেখ শেখের বাড়িতেই পড়ল বোমা। রবিবার গভীর রাতে তার বাড়ি লক্ষ্য বোমাবাজি চালাল দুষ্কৃতীরা। কিন্তু কার গায়ের জোরে ভর করে এমন কাণ্ড ঘটাল তারা, সেই নিয়ে মেলেনি কোনও তথ্য।

Birbhum TMC: চারপাশ ধোঁয়া-ধোঁয়া, রাতের অন্ধকারে কাজল-ঘনিষ্ঠ নেতার বাড়িতে পড়ল বোমা, কাঠগড়ায় কেষ্ট ঘনিষ্ঠরা
ঘটনাস্থলের ছবিImage Credit source: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2025 | 9:46 AM

বীরভূম: এটা কি তবে বোমার পাল্টা বোমা? এক মাস আগেই বীরভূমের কঙ্কালীতলায় কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের বাড়িতে ঘটে বোমাবাজির ঘটনা। সেবার অভিযোগ উঠেছিল, কাজল শেখের কিছু অনুগামী নাকি প্রাণনাশের চেষ্টা করছে এই তৃণমূল নেতার।

সেই ঘটনার রেশ এখনও মুছে যায়নি কঙ্কালীতলা থেকে। আর তার আগেই ফের একবার বোমাবাজির ঘটনা ওই এলাকায়। এবার নিশানায় কাজল-ঘনিষ্ট তৃণমূল নেতা আলেফ শেখ। এলাকায় দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসাবেই খ্যাতি তার। দলের লোকেরাও জানেন, বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখের বেশ ঘনিষ্ঠ আলেখ। তাই তাঁকে সমঝেই চলে দলের অন্য নেতারা।

এবার সেই আলেখ শেখের বাড়িতেই পড়ল বোমা। রবিবার গভীর রাতে তার বাড়ি লক্ষ্য বোমাবাজি চালাল দুষ্কৃতীরা। কিন্তু কার গায়ের জোরে ভর করে এমন কাণ্ড ঘটাল তারা, সেই নিয়ে মেলেনি কোনও তথ্য। দলের অন্দরে কানাঘুষো খবর, গোষ্ঠীকোন্দলেরই শিকার আলেখ। দলের অন্তর্কলহের জেরেই তার বাড়িতে বোমা ফেলেছে দুষ্কৃতীরা। অভিযোগ উঠছে, কেষ্টর লোকেদের কারসাজিতেই ঘটেছে এমন কাণ্ড। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে শান্তিনিকেতন থানা পুলিশ। পুরো ঘটনাক্রম খতিয়ে দেখছে তারা। শুরু হয়েছে তদন্ত।

প্রসঙ্গত, ছাব্বিশের নির্বাচনের আগে যখন দলের মধ্য়ে দ্বিধা-দ্বন্দ্ব মেটাতে উঠে পড়ে লেগেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই যেন ‘হিংসার’ খেলায় মেতে উঠেছে বীরভূম। সূত্রের খবর, নির্বাচনের আগেই ফের চওড়া হচ্ছে কেষ্ট-কাজল অনুগামীদের মধ্য়ে থাকা ফাটল। সম্প্রতি, বোমাবাজিকে ঘিরে পারদ চড়ে বীরভূমের অন্দরে। মূলত, বালির টাকা ভাগাভাগি নিয়ে যুযুধান হয়ে পড়ে কাজল-কেষ্ট গোষ্ঠী। চলে মারামারি, হাতাহাতি। পড়ে বোমা। ঘটনায় পা উড়ে যায় এক তৃণমূল কর্মীরও।