Tarkeswar Temple: তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে মৃত্যু পুণ্যার্থীর
চৈত্রের গাজন উৎসব উপলক্ষ্যে ইদানিং বহু মানুষ তারকেশ্বর মন্দিরে বিগ্রহের মাথায় জল ঢালতে আসছেন। ফলে মন্দির চত্বরে প্রচুর ভিড় হচ্ছে।
তারকেশ্বর: চৈত্রের গাজন উৎসব উপলক্ষ্যে তারকেশ্বর মন্দিরে (Tarkeswar Temple) পুজা দিতে এসেছিলেন। মন্দিরে পুজো দিয়ে বেরিয়েই মৃত্যু হল পুণ্যার্থীর। রবিবার তারকেশ্বর মন্দির চত্বরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রচণ্ড গরমে এবং অত্যধিক ভিড়ের জেরে অসুস্থ হয়েই এই পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এই নিয়ে গত এক সপ্তাহে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে অসুস্থ হয়ে ৩ পুণ্যার্থীর মৃত্যুর ঘটনা ঘটল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নকুল বাড়ুই (৬০)। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) সুন্দরবন এলাকার বাসিন্দা নকুল বাড়ুই। প্রায় ৩০ জনের একটি দলের সঙ্গে তিনি তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছিলেন। পুজো দিয়ে মন্দির থেকে বেরোনোর পরই অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর। হৃদরোগে আক্রান্ত হয়েই নকুল বাড়ুইয়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চৈত্রের গাজন উৎসব উপলক্ষ্যে ইদানিং বহু মানুষ তারকেশ্বর মন্দিরে বিগ্রহের মাথায় জল ঢালতে আসছেন। ফলে মন্দির চত্বরে প্রচুর ভিড় হচ্ছে। সুন্দরবন এলাকা থেকেও নকুল বাড়ুই সহ প্রায় ৩০ জনের একটি দল রবিবার ভোরে তারকেশ্বর মন্দিরে আসে। তারপর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অবশেষে দলের সদস্যদের সঙ্গে নকুলবাবু মন্দিরে ঢুকে পুজোও দেন। তারপর পুজো দিয়ে বেরিয়েই অসুস্থ হয়ে পড়েন নকুলবাবু। সঙ্গে সঙ্গে মন্দির চত্বরে উপস্থিত পুলিশকর্মীরা নকুলবাবুকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু, ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়েই নকুল বাড়ুইয়ের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।
যদিও মন্দিরে আসার সময় নকুলবাবু অসুস্থ ছিলেন না, শারীরিকভাবে সক্ষম ছিলেন বলে জানিয়েছেন তাঁর সঙ্গে আসা প্রশান্ত জানা। তিনি জানান, শুক্রবার রাতে তাঁরা প্রায় ৩০ জনের একটি দল বাড়ি থেকে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। তারপর এদিন ভোরে মন্দিরে আসেন। পুজো দেওয়ার জন্য প্রায় তিনঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। একদিকে, ভক্তদের প্রচণ্ড ভিড়, অন্যদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা হয় তাঁদের। সেই গরমের জেরেই নকুলবাবু অসুস্থ হয়ে পড়েন বলে প্রশান্তবাবুর দাবি।
তারকেশ্বর গ্রামীণ হাসপাতালের চিকিৎসকদেরও প্রাথমিক অনুমান, প্রচণ্ড গরমেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নকুল বাড়ুইয়ের। ঘটনার তদন্তে দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে এই নিয়ে গত এক সপ্তাহে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে অসুস্থ হয়ে তিন পুণ্যার্থীর মৃত্যুর ঘটনা ঘটল।