কলকাতা: শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূল কর্মীদের একাংশ। একাধিক জায়গায় তাঁর ফ্লেক্স, পোস্টার পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়েছে। কোথাও শুভেন্দুর ছবিতে দেখা গিয়েছে জুতোর মালা। কোথাও আবার সভা থেকে ফেরার পথে তাঁর অনুগামীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
এদিন শুভেন্দুর যোগদান পর্বের পর নন্দীগ্রামের ১নং ব্লকের হাজারা কাটায় প্রাক্তন মন্ত্রীর পোস্টারে জুতোর মালা পরিয়ে সেই ভিডিয়ো ভাইরাল করে দেয় জনাকয়েক তৃণমূল কর্মী। শুভেন্দুর পাশাপাশি এদিন বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির চেয়ারম্যান দশরথ তিরকেও। তাঁর এহেন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিজেপি কর্মীরা। দশরথ তিরকে বিজেপিতে যোগদানের পরই বিজেপি কর্মীরা প্রতিবাদে পথে নেমে মিছিল করে এবং তাঁর কুশপুতুলও দাহ করা হয়। আলিপুরদুয়ারের বারোবিশাতেও প্রাক্তন সাংসদের ছবিতে জুতোর মালা পরিয়ে চলে মিছিল। তারপর তাঁর কুশপুতুল পোড়ানো হয়।
অমিত শাহের জনসভা শেষে ফেরার পথে কেশপুরে বিজেপির গাড়ি ভাঙচুর করার অভিযোগও এদিন ওঠে। কেশপুর ব্লকের মুগবাসানের কাছে হাড়িপুকুর একটি জায়গায় মারুতি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এ ধরনের কাজ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী। কেশপুরের কাছে সভা থেকে ফেরার সময় আবার একটি বাসে হামলা চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় অনুগামীদের বাসও। আহত হন ১৫ জন বিজেপি কর্মী। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৬ জনকে চন্দ্রকোনা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।
আরও পড়ুন: মদন জামা খুলে ফেললেন, ‘শুভেন্দু-ভাইরাস’ বিদায় হতেই ডিজে-নাচ
দীর্ঘ টানাপড়েনের পর বিজেপিতে যোগাদানকারী কালনার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর বিরুদ্ধেও ক্ষোভে ফেটে পড়েন ঘাসফুলের কর্মীরা। কালনায় তাঁর ছবিতে কালি মাখিয়ে কুশপুত্তলিকা দাহ করে তৃণমূল কর্মীরা। ফ্লেক্সে বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর ছবির উপর লেখা ‘টেট শ্রী’। যুব তৃণমূলের নেতা সন্দীপ বসুর বক্তব্য, ‘আজ আনন্দের দিন। আমাদের দল থেকে পাপ বিদায় হয়েছে।’ তাঁর অভিযোগ, বিশ্বজিৎ কুণ্ডু নিজের পরিবারের ১৩ জনকে চাকরি দিয়েছে, সেই কথা আজও দলকে শুনতে হয়। তাই তাঁকে উপাধি দেওয়া হয়েছে ‘টেট শ্রী’।
অন্যদিকে শুভেন্দু বিজেপিতে যোগদানের পরই এদিন হলদিয়ার শিল্পাঞ্চল এলাকায় দাদার অনুগামী লেখা ও এলাকাজুড়ে থাকা সমস্ত পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এই ঘটনা নিয়ে উত্তেজনা ছড়ায় হলদিয়ার টাউনশিপ, মঞ্জুশ্রী, দুর্গাচক-সহ বিভিন্ন এলাকায়।
আরও পড়ুন: ‘তোলাবাজ ভাইপো হঠাও’, বিজেপিতে যোগ দিয়েই সুর চড়ালেন শুভেন্দু