আলিপুরদুয়ারে জেলা পরিষদের সদস্যকে ‘গুলি’

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: ঋদ্ধীশ দত্ত

Dec 25, 2020 | 5:12 PM

অন্ধকারে কারোর মুখ স্পষ্ট দেখা যায়নি বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

আলিপুরদুয়ারে জেলা পরিষদের সদস্যকে গুলি
হাসপাতালে গুলিবিদ্ধ জেলা পরিষদের সদস্য

Follow Us

আলিপুরদুয়ার: জেলা পরিষদের সদস্য গুলিবিদ্ধ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য আলিপুরদুয়ারে (Alipurduar)। মালবাজার কলেজের কাছে আলিপুরদুয়ার জেলা পরিষদের সদস্য মনোরঞ্জন দে-কে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। আহত ব্যক্তির সঙ্গে দেখা করতে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

মনোরঞ্জন কাজে শিলিগুড়ি গিয়েছিলেন। মালবাজার কলেজের সামনে গাড়ি থেকে নামেন তিনি। অভিযোগ, রাস্তার ধারে সুলভ শৌচালয়ে যাওয়ার সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। তাঁর সঙ্গে থাকা বাকিরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। অন্ধকারে কারোর মুখ স্পষ্ট দেখা যায়নি বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

আরও পড়ুন: ‘ক্ষমতায় এলে পুলিসকে সম্মান দেব’, আচমকাই ‘ব্যতিক্রমী সুর’ দিলীপের গলায়

গুলিবিদ্ধ মনোরঞ্জন দেকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। কারা এই ঘটনায় জড়িত থাকতে পারে, সূত্র খুঁজছে পুলিস।

 

Next Article