SIR: ‘আমার স্বামীকে বাবা বানিয়েছে…’, অবাক করা ঘটনা আলিপুরদুয়ারে

হায়দার শেখ তাঁর কেউ হয় না, এমনটাই দাবি করেছেন অনিমা বিবি। তাঁর বক্তব্য, তাঁকে না জানিয়েই সবটা হয়েছে। তাই বিডিও অফিসে ছুটেছেন তিনি। লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে।

SIR: আমার স্বামীকে বাবা বানিয়েছে..., অবাক করা ঘটনা আলিপুরদুয়ারে
অনিমা বিবিImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 22, 2025 | 10:26 AM

আলিপুরদুয়ার: রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। কেউ ভিনদেশ থেকে এসে ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন, কেউ ভুয়ো নথি দিয়ে নাগরিক হয়ে গিয়েছেন। তবে এবার সামনে এল আরও এক অদ্ভুত ঘটনা। বাবা-মা বলে যাঁদের পরিচয় দেওয়া হয়েছে, তাঁরা কিছুই জানেন না!

আলিপুরদুয়ারের হ্যামিলটনগঞ্জ নেতাজিপল্লী এলাকার ঘটনা। ভোটারের নাম হায়দার শেখ। শুধু ভোটার কার্ড নয়, পাসপোর্টেও তাঁর বাবা-মায়ের নাম অনিমা বিবি ও বল্লাল শেখ। অনিমা সেটা জানেন না! এমনই অভিযোগ উঠেছে। এসআইআর শুরু হওয়ার পর এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়েই বিষয়টি সামনে আসে।

এসআইআর-এর ফর্ম ফিল আপ করতে গিয়ে অনিমা বিবি বিষয়টি জানতে পারেন। সেই বিষয়ে তিনি কালচিনির বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অনিমা বিবি জানান, চার বছর আগে তাঁর স্বামী বল্লাল শেখের মৃত্যু হয়েছে। আর হায়দার শেখ তাঁর কেউ হয় না। অথচ তাঁদেরকেই বাবা ও মা হিসেবে নাম দেখিয়ে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করেছেন বলে অভিযোগ হায়দারের বিরুদ্ধে। অনিমা বিবি জানান, এই বিষয়টা নিয়ে পরিবারের অসুবিধা হতে পারে ভেবেই বিডিও-র কাছে অভিযোগ জানিয়েছেন তিনি।

এদিকে, হায়দার শেখের দাবি, বল্লাল শেখ ও অনিমা বিবির পালিত ছেলে তিনি। তাঁদেরকে জ্যাঠামশাই ও জ্যেঠিমা বলে পরিচয় দিয়েছেন হায়দার। তিনি বলেন, এখন জ্যাঠামশাইয়ের মৃত্যু হয়েছে বলে জ্যেঠিমা আমাকে অস্বীকার করছে। কবে থেকে এখানে আছেন? এই প্রশ্নের জবাবে হায়দার বলেন, আমার জন্মের পর থেকেই এখানে আছি।

এই বিষয়ে নেতাজি পল্লী এলাকার পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা জানান, শুক্রবার তাঁরা বিষয়টা জানতে পারেন। স্থায়ী বাসিন্দা হতেই কি হায়দার প্রতিবেশীকে বাবা মা সাজিয়েছেন? উঠছে অনুপ্রবেশের প্রশ্নও। বিষয়টি নিয়ে তদন্ত করবে প্রশাসন।