Alipurduar: মিনিট দেড়েকের খণ্ডযুদ্ধ, চিতাবাঘকে হারিয়ে ‘বাঘাযতীন’ দুর্গা
Alipurduar: চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ। হাসপাতালে বসে রয়েছেন। কাঁধের দু'পাশে চিতাবাঘের থাবার দাগ স্পষ্ট। চিতাবাঘের সঙ্গে লড়াই নিয়ে দুর্গা বলেন, "আমি কাজ করছিলাম। আচমকা চিতাবাঘটি আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। নিজেকে বাঁচাতে আমিও তাকে পাল্টা আক্রমণ করি।"

আলিপুরদুয়ার: চিতাবাঘের সঙ্গে ধস্তাধস্তি। মিনিট দেড়েকের যুদ্ধ। চা শ্রমিক বনাম চিতাবাঘ। অবশেষে চা শ্রমিককে ছেড়ে পালাল চিতাবাঘ। জখম হলেও প্রাণে বেঁচে গেলেন চা শ্রমিক। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার ভাতখাওয়া চাবাগানের।
শনিবার চা শ্রমিক দুর্গা মুণ্ডা ভাটপাড়া চা বাগানের এগারো নম্বর সেকশনে কাজ করছিলেন। ওই সময় একটি চিতাবাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। বুকে থাবা বসায়। নিজেকে বাঁচাতে চিতাবাঘের সঙ্গে লড়াই শুরু করেন দুর্গা মুণ্ডা। চিতাবাঘের সঙ্গে দুর্গার খণ্ডযুদ্ধ চলে কিছুক্ষণ। তারপর চিতাবাঘ তাঁকে ছেড়ে চলে যায়। অন্য শ্রমিকরা এসে দুর্গাকে উদ্ধার করে কালচিনির লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
কী বলছেন দুর্গা মুণ্ডা?
চোখে মুখে তখনও আতঙ্কের ছাপ। হাসপাতালে বসে রয়েছেন। কাঁধের দু’পাশে চিতাবাঘের থাবার দাগ স্পষ্ট। চিতাবাঘের সঙ্গে লড়াই নিয়ে দুর্গা বলেন, “আমি কাজ করছিলাম। আচমকা চিতাবাঘটি আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। নিজেকে বাঁচাতে আমিও তাকে পাল্টা আক্রমণ করি। এক মিনিট-দেড় মিনিটের মতো এমন চলে। তারপর চিতাবাঘটি আমায় ছেড়ে পালায়।”
তাঁদের বাগানেই ওই চিতাবাঘের সন্তান হয়েছে। সেজন্যই হয়তো বাগানে কাজ করতে যাওয়ায় তাঁর উপর চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে বলে দুর্গা মুণ্ডা মনে করেন। বলেন, “আমাদের বাগানে এই নিয়ে তিন-চারবার এমন ঘটনা ঘটল। ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়।” আতঙ্ক থাকলেও এভাবে লড়াই করেই যে তাঁদের কাজ করে যেতে হবে, তা বুঝিয়ে দিলেন দুর্গা মুণ্ডা।
স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় একবার পেন্সিল কাটার ছুরি দিয়ে বাঘের সঙ্গে লড়াই করেছিলেন। বাঘকে পরাস্ত করেন। পরিচিত হন বাঘাযতীন নামে। কেউ কেউ বলছেন, প্রাণ বাঁচাতে চিতাবাঘের সঙ্গে লড়াই করতে গিয়ে যেন ‘বাঘাযতীন’ হয়ে উঠেছিলেন চা শ্রমিক দুর্গা।

