Alipurduar: প্যাকেটে ভরে ফেলে রাখা হয়েছিল শিশুকে, হাত-পা খুবলে খেল কুকুর
Alipurduar: জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা হাসপাতালের কাছে ১৩ নম্বর ওয়ার্ডে ইটখোলা এলাকায় একটি শিশুর মৃতদেহকে খুবলে খাচ্ছিল কুকুর। যা ঘিরে জোর চাঞ্চল্য সৃষ্টি হয়। শিশুটিকে একটি প্যাকেটে বেঁধে ইটখোলাতে ফেলে রাখা হয়েছিল।

আলিপুরদুয়ার: মুখে দেহ। কুকুর খুবলে সেটি। জনবহুল এলাকায় শিশুর মৃতদেহ ঘিরে তীব্র চাঞ্চল্য আলিপুরদুয়ারে। জানা গিয়েছে, আলিপুরদুয়ার জেলা হাসপাতালের কাছে ১৩ নম্বর ওয়ার্ডে ইটখোলা এলাকায় একটি শিশুর মৃতদেহকে খুবলে খাচ্ছিল কুকুর। যা ঘিরে জোর চাঞ্চল্য সৃষ্টি হয়। শিশুটিকে একটি প্যাকেটে বেঁধে ইটখোলাতে ফেলে রাখা হয়েছিল। জঞ্জালের মধ্যে পড়েছিল শিশুটির মৃতদেহ। রাস্তায় একটি গাড়ি যাওয়ার পর প্যাকেটটি ফেটে যায়। তখন বেরিয়ে আসে হাত। খুবলে খায় কুকুর। ততক্ষণে ভিড় জমে যায়।
তবে এলাকাবাসীর মানুষের অনুমান এটি সদ্যজাত শিশু নয়। সামনে জেলা হাসপাতাল, বেশ কয়েকটি নার্সিংহোম। ফলে কেউ মৃত শিশুকে ওখানে ফেলে রেখেছে বলে অনেকের সন্দেহ। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর আনন্দ জয়সওয়াল আসেন ঘটনাস্থলে। তিনি খবর দেন পুলিশে। বলেন, “এটা অমানবিক ঘটনা। এখানে এভাবে ফেলে রেখে যাওয়া ঠিক হয়নি। খুবই খারাপ লাগার বিষয়। পুলিশকে খবর দিয়ে আনা হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে।”
ইতিমধ্যেই দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জেলা হাসপাতালে। এভাবে জনবহুল এলাকায় একটি মৃত শিশুর দেহ কে বা কারা ফেলে রেখে গিয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ ব্যাপারে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল বলেন, “এটা হাসপাতালের নয়। বাইরের কিছু হবে। কাউন্সিলর বলতে পারবেন। পাশাপাশি তো অনেক নার্সিংহোম রয়েছে। সেখান থেকে হতে পারে। তবে হাসপাতালে হলে আমরা সেই দেহ মর্গে পাঠিয়ে দিই।”





