আলিপুরদুয়ার: পাত্রীর বাড়িতে সানাইয়ের সুর। উল্লাসে মেতেছেন পাত্রপক্ষও। আর কিছুক্ষণের মধ্যেই দীর্ঘদিনের প্রেম পরিণতি পেতে চলেছে। পাত্র গাড়ি নিয়ে রওনাও দিয়েছেন। রাস্তায় এল দুঃসংবাদ। পাত্রের গাড়ি দুর্ঘটনার কবলে। আহত পাত্রেরই ভাগ্নে। আহত হয়ে হাসপাতালে ভর্তি পাত্র নিজেই। নিমেশের মধ্যেই বিয়ের আনন্দ মিশে গেল শ্মশানের নিঃস্তব্ধতায়। বিয়ে করতে যাওয়ার পথে ৪৮ এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল বরযাত্রী গাড়ি। সেই গাড়িতেই ছিলেন হবু বর। জখম হয়েছেন তিনি। ঘটনাস্থলে বরের ভাগ্নে আদিত্যায়ন তালুকদারের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। শিলিগুড়ির মাটিগাড়া থেকে মাদারিহাটের মাঝে দুর্ঘটনাটি ঘটে। আহতরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত সৌমিক চক্রবর্তীও রয়েছেন। আহতদের মধ্যে রয়েছে তিন মাসের একটি শিশুও।
বৃহস্পতিবার রাত সাড়ে সাতটা নাগাদ ৪৮ এশিয়ান হাইওয়ের ডিমডিমা এলাকায় মাটিগাড়া থেকে মাদারিহাটে বিয়ে করতে যাচ্ছিলেন সৌমিক। পথে ইনোভা গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়ির গতিবেগ স্বাভাবিকই ছিল। কিন্তু পাশের একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারেন ইনোভা গাড়ির চালক। গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে যায়। গাড়ির সামনেই ছিলেন পাত্রের ভাগ্নে।
স্থানীয়রাই ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন। তাঁদেরকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বীরপাড়া পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাঁদেরকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, গত পাঁচ বছরে ওই এলাকায় ২০ কিমির মধ্যে ৯১ জনের মৃত্যু হয়েছে।