Alipurduar: গর্ভেই মৃত্যু শিশুর! চরম অব্যবস্থার অভিযোগ সরকারি হাসপাতালের বিরুদ্ধে
North Bengal: পরিবারের অভিযোগ, প্রসূতিকে একবারও দেখতে আসেননি চিকিৎসকরা।
আলিপুরদুয়ার: মায়ের গর্ভেই প্রাণ গেল একরত্তির। পৃথিবীর আলো দেখার আগেই সবটা শেষ হয়ে তার। কাঠগড়ায় চিকিৎসা ব্যবস্থা।
কী ঘটেছিল? ঘটনাস্থান আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। সেখানে এক প্রসূতির গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে। যাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় গোটা হাসপাতালজুড়ে। জানা গিয়েছে, চলতি মাসের ২০ তারিখ আলিপুরদুয়ার জংশন ভোলারডাবড়ীর এক প্রসূতিকে হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা। তবে পরিবারের অভিযোগ, ভর্তি করার পরও কোনও চিকিৎসক ওই মহিলাকে দেখতে পর্যন্ত আসেননি। এমনকী ওই প্রসূতির আল্ট্রাসোনোগ্রাফি করার কথাও জানানো হয়নি।
এরপর, আজ দুপুরে এক চিকিৎসক ওই পরিবারকে প্রসূতির আল্ট্রাসোনোগ্রাফি করার কথা বলেন। চিকিৎসকের কথা মত প্রসূতির আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা করে নিয়ে এলে চিকিৎসক জানিয়ে দেন শিশুটি মারা গিয়েছে। এই ঘটনার পর চরম উত্তেজনা সৃষ্টি হয় হাসপাতালে। পরিবারের লোকজন ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের শাস্তির দাবিতে হাসপাতালে বিক্ষোভে সামিল হন।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।ওই প্রসূতির পরিবার চিকিৎসকের লাইসেন্স পর্যন্ত বাতিলের দাবিতে সরব হন।
এই ব্যাপারে আলিপুরদুয়ার থানায় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রসূতির পরিবার। হাসপাতাল সুপার চিন্ময় বর্মণ বলেন, “হাসপাতালে একটি গন্ডোগোল হয়েছে শুনেছি। ওই পরিবারের লোকজন কোনও অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেব।”
প্রসঙ্গত, চলতি মাসে মালদা এই ধরনের আরও একটি মর্মান্তিক খবর সামনে আসে। হাসপাতালের প্রধান ভবনের বাইরে একধারে পড়েছিল দলাপাকানো এক মাংসপিণ্ড। নিথর। দূর থেকে দেখে বোঝার উপায় নেই। কাছে যেতেই চমকে উঠতে হয়। ওই দলাপাকানো পিণ্ডটি আসলে এক সদ্যোজাতর (New Born)। চোখটাও ফোটেনি তার। মৃত। অকুস্থল সেই চাঁচোলের সুপার স্পেশালিটি হাসপাতাল। ঘণ্টার পর ঘণ্টা একরত্তির নিথর দেহটা পড়ে থাকল হাসপাতাল চত্বরেই। TV9-এর ক্যামেরা পৌঁছতেই তড়িঘড়ি মুড়ে ফেলা হল সদ্যোজাতর দেহ!
ঠিক কী হয়েছিল?দেখা যায়, হাসপাতালের প্রধান ভবনের বাইরে পড়ে রয়েছে এক সদ্যোজাতর নিথর দেহ। অথচ, সেই মৃতদেহ নিয়ে হেলদোল নেই কারোর। শিশুটি কার, কে প্রসব করেছিলেন, তার পরিবারই বা কোথায় সে বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকী, হাসপাতাল সুপারের দফতরের পাশেই কে বা কারা এই মৃত শিশুর দেহ ফেলে রেখে গেল তা নিয়েও ওঠে প্রশ্ন।
আরও পড়ুন: KMC Election Result 2021: ‘সবাই জানত আপনি জিতবেন, তারপরও কেন সন্ত্রাস’; মমতাকে প্রশ্ন অধীরের