Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Municipal Election 2022: ফুল বদলের পরও টিকিট না পেয়ে গোঁসা করে নির্দলে নাম লেখালেন বাবা-মেয়ে!

Alipurduar Municipal Election: আলিপুরদুয়ার পৌরসভার পাঁচ বারের কাউন্সিলর ও দুই বারের চেয়ারম্যান আশিস দত্ত। গত বিধানসভা ভোটের পূর্বে তিনি দলবল সহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।

Municipal Election 2022: ফুল বদলের পরও টিকিট না পেয়ে গোঁসা করে নির্দলে নাম লেখালেন বাবা-মেয়ে!
আশিস দত্ত ও তাঁর মেয়ে শ্রীলা দত্ত (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 08, 2022 | 6:46 PM

আলিপুরদুয়ার: গতবারের বিধানসভা ভোটের সময় ফুল বদলে যোগ দিয়েছিলেন বিজেপিতে। এতদিন পর্যন্ত বিজেপিতেই ছিলেন। এবার আলিপুরদুয়ার পুরসভার ভোটে যেই দেখলেন বিজেপির প্রার্থী তালিকায় নাম নেই। সঙ্গে-সঙ্গে সোজা নির্দল হয়ে ভোটে দাঁড়িয়ে গেলেন প্রার্থী। একা ওই প্রার্থী নন। লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন তাঁর মেয়েও। শাসকদল ও বিজেপিকে জব্দ করতে এমনই সিদ্ধান্ত নিয়েছেন আলিপুরদুয়ার পুরসভায় প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্ত।

আলিপুরদুয়ার পৌরসভার পাঁচ বারের কাউন্সিলর ও দুই বারের চেয়ারম্যান আশিস দত্ত। গত বিধানসভা ভোটের পূর্বে তিনি দলবল সহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। কিন্ত গতকাল প্রকাশিত বিজেপির প্রার্থী তালিকায় দেখা গেল নাম নেই তাঁর। এরপরই ক্ষোভে ফেটে পড়েন ওই ব্যক্তি।

মঙ্গলবার এই বিষয়ে আশিস দত্ত জানান, “বিজেপি আমাকে প্রার্থী করতে চেয়েছিল। কিন্ত ওদের সঙ্গে আমার মত মিলছিল না। তাছাড়া পৌরসভার প্রার্থী নিয়ে আমি বিজেপিকে যা প্রস্তাব দিয়েছিলাম সেই প্রস্তাব বিজেপি প্রত‍্যাখ‍্যান করেছে। তাই আমি নির্দল হয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” এরপর আশিসবাবু জানান, “আমি আলিপুরদুয়ার পৌরসভার ১৯ নং ওয়ার্ড থেকে দাঁড়াচ্ছি। আমার কন‍্যা শীলা দত্ত ২নং ওয়ার্ড থেকে দাঁড়াচ্ছে । এছাড়া, অন‍্যান‍্য ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী দাঁড় করানো হবে।”

উল্লেখ্য, আলিপুরদুয়ার পৌরসভার দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনৈতিক ব‍্যক্তিক্ত আশিস দত্ত। ১৯৯৩ থেকে টানা পাঁচবার তিনি জয়ী হয়েছেন। ফলত তাঁর নির্বাচনে নামায় আলিপুরদুয়ার পৌরসভার ভোট রাজনীতিতে একটা অন‍্য সমীকরণ তৈরি হয় এটা বলা বাহুল্য।

যদিও, এই বিষয়ে বিজেপি আলিপুরদুয়ার জেলা সভাপতি ভূষণ মোদক জানান, “আমরা আশিষ দত্তকে প্রার্থী করতে চেয়েছিলাম। কিন্ত তিনি প্রস্তাব দিয়েছিলেন তিনি এবং তাঁর ঘনিষ্ঠরা নির্দল হয়ে দাঁড়াবে। বিজেপি তাঁদের সমর্থন করুক। এই প্রস্তাব আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। তাই এখন কী করবেন তা ওনার ব্যাপার। আমরা নির্দলকে সমর্থন করব না।”

আলিপুরদুয়ার পুরসভায় এর আগে আশিস বাবুর স্ত্রী বাণি দত্ত দু’বার জয়লাভ করে কাউন্সিলর হয়েছিলেন।এবার নির্দল প্রার্থী হয়ে ভোটে দাড়াচ্ছেন মেয়ে শ্রীলা দত্ত। স্বাভাবিক ভাবেই পুরসভায় বাবা মেয়ে প্রার্থী। তাও নির্দল। তাই ভোটের সমীকরণ কোনও দিকে যাবে সে দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা