
মাদারিহাট: টেবিল চাপড়ে বিডিও-র উপর হম্বিতম্বি বিজেপি সাংসদের। মাদারিহাটের বিডিওকে হুমকি দেওয়ার অভিযোগ মনোজ টিজ্ঞার বিরুদ্ধে। ত্রাণ বণ্টন নিয়েই অফিসের মধ্যেই চলল তুমুল বচসা। চা শ্রমিকদের জন্য ত্রিপল চেয়েও পাওয়া যায়নি বলে অভিযোগ। বিডিও রঙ দেখে কাজ করছেন বলে অভিযোগ বিজেপি সাংসদের। তুলেছেন বিমাতৃসুলভ আচরণের অভিযোগ। একেবারে মুখোমুখি দাঁড়িয়ে বিডিও-র অফিসেই সুর চড়াতে দেখা যায় মনোজকে। রীতিমতো চিৎকার করতে করতে বলেন, “আমি আপনাকে কতবার বলেছি? আপনি দিয়েছেন? কেন পাওয়া যাবে না? আপনি কী এখানে রাজনীতি করতে এসেছেন? তাহলে এখানে একটা তৃণমূলের ঝান্ডা লাগান। তামাশা করছেন।”
যদিও তর্ক-বিতর্কের মধ্যে বারবার মনোজকে নিরস্ত্র করার চেষ্টা করেন মাদারিহাটের বিডিও। কিন্তু তাঁকে কোনও কথা বলারই সুযোগ দেননি বিজেপি সাংসদ। তোপের পর তোপ দেগে বলেন, “বিডিওগিরি করতে হলে বিডিওগিরি করুন। আর পার্টি করতে হলে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরুন।”
প্রসঙ্গত, মাদারিহাটে সাম্প্রতিককালে হাতির হামলায় ঘর-বাড়ির ক্ষতি যেমন হয়েছে তেমনই ক্ষতি হয়েছে চাষেরও। এমনকী গত কয়েকদিনের বৃষ্টিতেও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। এই আবহে ত্রাণ বিলির ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন মনোজ টিজ্ঞা। এদিন শুরুতেই মাদারিহাটের রেঞ্জ অফিসে স্মারকলিপি দেন। সেখান থেকেই চলে যান বিডিও অফিসে। কিন্তু বিজেপি নেতাদের অভিযোগ, শুরুতেই বিডিও তাঁদের সঙ্গে রীতিমতো অভব্য আচরণ করেন। তাঁরা তার প্রতিবাদও করেন। কিন্তু বিডিও অনুমতি ছাড়া স্মারকলিপি জমা দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। তখনই মেজাজ হারিয়ে ফেলেন মনোজ টিজ্ঞা। এ নিয়েই এখন জেলার রাজনৈতিক মহলে জোর তরজা।