AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: নিজের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন মমতা, দুর্গতদের মুখে ফুটল হাসি

Mamata Banerjee in Alipurduar: হাসিমারায় রিভিউ বৈঠকের পর সুভাষিণী চা বাগানে যান মুখ্যমন্ত্রী। সেখানে বন্যাদুর্গতদের সঙ্গে কথা বলেন। তাঁদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। জামাকাপড়, কম্বল। শিশুদের জন্য বইও দিয়েছেন। ছোট শিশুদের পুতুলও দেন মমতা। বন্যাদুর্গতরা তাঁদের সমস্যার কথা জানান মুখ্যমন্ত্রীকে।

Mamata Banerjee: নিজের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন মমতা, দুর্গতদের মুখে ফুটল হাসি
নিজের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 12, 2025 | 11:07 PM
Share

সুজিত রায়

আলিপুরদুয়ার: বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। চারদিনের মধ্যে ফের উত্তরবঙ্গে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচদিন উত্তরবঙ্গে থাকবেন তিনি। বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। বৈঠক করবেন। রবিবার আলিপুরদুয়ারে পৌঁছে একদিকে দুর্গতদের নিজের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন মুখ্যমন্ত্রী। আবার বন্যাদুর্গতদের উদ্ধার ও তাঁদের পাশে থাকার জন্য আলিপুরদুয়ারের বিপর্যয় মোকাবিলা দফতরের ৮ কর্মীকে পুরস্কৃতও করলেন।

গত রবিবার ভারী বৃষ্টি, বন্যা ও ধসে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গ। মারা যান বেশ কয়েকজন। পরদিন উত্তরবঙ্গ গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার কলকাতা ফিরেই জানিয়েছিলেন, ফের উত্তরবঙ্গ যাবেন তিনি। সেইমতো এদিন আলিপুরদুয়ারে মমতা পৌঁছে যান।

এদিন হাসিমারায় পৌঁছে প্রথমে রিভিউ মিটিং করেন মুখ্যমন্ত্রী। বন দফতরের নীলপাড়া রেঞ্জ অফিসের কমিউনিটি হলে রিভিউ মিটিংয়ের পর বিপর্যয় মোকাবিলা দফতরের ৮ কর্মীকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী। তাঁদের হাতে শংসাপত্র তুলে দেন। এই কর্মীদের জন্যই জেলায় প্রাণহানি আটকানো সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এই শংসাপত্র পেয়ে খুশি বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

Mamata Banerjee In Alipurduar

হাসিমারায় এই রিভিউ বৈঠকের পর সুভাষিণী চা বাগানে যান মুখ্যমন্ত্রী। সেখানে বন্যাদুর্গতদের সঙ্গে কথা বলেন। তাঁদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। জামাকাপড়, কম্বল। শিশুদের জন্য বইও দিয়েছেন। ছোট শিশুদের পুতুলও দেন মমতা। বন্যাদুর্গতরা তাঁদের সমস্যার কথা জানান মুখ্যমন্ত্রীকে।

সোমবার জলপাইগুড়ির নাগরাকাটা ও একাধিক এলাকায় ঘুরবেন মুখ্যমন্ত্রী। রাতে ফিরবেন উত্তরকন্যায়। মঙ্গলবার মিরিকের বিপর্যস্ত এলাকা পরিদর্শন করবেন মমতা। রাতে দার্জিলিংয়ে থাকবেন। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং নিয়ে রিভিউ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। রাতে ফিরবেন উত্তরকন্যায়। শুক্রবার কলকাতায় ফিরবেন তিনি।