loksabha Election 2024: বাঘ আসছে, এবারই শেষ ভোট এই বুথে!
loksabha Election 2024: বাসে চেপে সকলে মিলে হাজির হলেন ভোটগ্রহণ কেন্দ্রে। ভোট দিয়ে গ্রামের এদিক ওদিক খানিকটা ঘুরেও নিলেন তাঁরা। কারও কারও চোখ চিকচিক করছে, চলকে পড়ছে জলও। ঝাপসা চোখে কত স্মৃতি ভিড় করছে। সকলেই জানেন, এবারই শেষ। পুরোপুরি এবার গ্রামের সঙ্গে ছিন্ন হবে সম্পর্ক।
আলিপুরদুয়ার: শেষবারের মতো ভোট হল গাঙ্গুটিয়া বনবস্তির ১১/১৫৫ নম্বর বুথে। বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই এই বনবস্তির বাসিন্দাদের ঠিকানা বদল হয়েছে। এরপর আর কোনও ভোট হবে না এ বুথে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের আওতায় গাঙ্গুটিয়া বনবস্তি। এখানকার মানুষরা এখন বিজয়পুর বস্তিতে। শুক্রবার শেষবারের মত গ্রামে ভোট দিতে এসে তাঁরা আবেগবিহ্বল।
বক্সা কোর জঙ্গলের ভিতরে গাঙ্গুটিয়া। জঙ্গলে ঘেরা এ গ্রামের সৌন্দর্য অপরূপ। সবুজ শ্যামল গ্রাম, অদূরে পাহাড়ের আলতো ছোঁয়ায় এ গ্রাম ছবির মতো। বছরের পর বছর এ গ্রামে থেকেছেন মানুষগুলো। শুক্রবার নিজেদের গ্রামেই ভোট দিতে এলেন অতিথির মত।
বাসে চেপে সকলে মিলে হাজির হলেন ভোটগ্রহণ কেন্দ্রে। ভোট দিয়ে গ্রামের এদিক ওদিক খানিকটা ঘুরেও নিলেন তাঁরা। কারও কারও চোখ চিকচিক করছে, চলকে পড়ছে জলও। ঝাপসা চোখে কত স্মৃতি ভিড় করছে। সকলেই জানেন, এবারই শেষ। পুরোপুরি এবার গ্রামের সঙ্গে ছিন্ন হবে সম্পর্ক।
সুহানা নামে এক তরুণী নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কেমন যেন আনমনা হয়ে পড়ছিলেন বারবার। তাঁর কথায়, “আমরা ছোটবেলা থেকে এখানে ভোট দিয়েছি। এটা শেষবার। আমার ২৫ বছর এখানেই কেটেছে। এখানেই আমার জন্ম। একটু মন কেমন তো করছেই।”