Alipurduar: হাড়হিম করা ঘটনা! সাত মাসের শিশুকে গলা টিপে ঝোপে ফেলে দিল মা!
Alipurduar: শুক্রবার দিনভর স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয় ওই এলাকায়। পুলিশ বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। এরপরই সামনে আসে আসল সত্যি। পুলিশের প্রশ্নের মুখে সবটা নিজে মুখেই স্বীকার করে নেন শিশুর মা।

আলিপুরদুয়ার: দিনে-দুপুরে বাড়ির ভিতর থেকে শিশু উধাও! এলাকায় এরকম ঘটনা আগে কেউ কখনও শোনেনি। সাত মাসের শিশুকে বিছানা থেকে কে তুলে নিয়ে গেল, তা ভেবে অবাক হয়েছিলেন প্রতিবেশীরা। শুক্রবার ওই ঘটনাকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই বাড়িতে ছুটে যান শিশুর বাবা। জানা যায়, শিশুর মা হঠাৎ তাঁর শ্বশুরকে গিয়ে খবর দেন, সন্তানকে খুঁজে পাচ্ছেন না। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টে গেল মোড়। সামনে এল ভয়ঙ্কর সত্যি।
আলিপুরদুয়ারের জংশনের সাউথ চেচাখাতা এলাকার ঘটনা। শুক্রবার দিনভর স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয় ওই এলাকায়। পুলিশ বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। এরপরই সামনে আসে আসল সত্যি। পুলিশের প্রশ্নের মুখে সবটা নিজে মুখেই স্বীকার করে নেন শিশুর মা। জানা যায়, মা-ই সাত মাসের শিশুর গলা টিপে ছুড়ে ফেলে দিয়েছে পাশে ঝোপে।
শুক্রবার দিনভর শিশুর চুরির অভিযোগ তোলে পরিবার। শিশুর বাবা ও আত্মীয়দের অভিযোগ ছিল, ওই শিশুকে বাড়ির ভিতর থেকে কেউ বা কারা চুরি করে নিয়ে গিয়েছে। আলিপুরদুয়ার থানায় বিষয়টি জানানো হলে পুলিশ স্নিফার ডগ নিয়ে এলাকায় তল্লাশি চালায়। খতিয়ে দেখা হয় সিসিটিভি-র ফুটেজ। রেল স্টেশনেও শুরু হয় নজরদারি।
শিশুর বাবা জয়দীপ ঘোষ জানিয়েছিলেন, শুক্রবার দুপুরে তাঁর বাবাকে খেতে দিয়ে তাঁর স্ত্রী স্নানে যান। বাড়ির বিছানায় শুয়েছিল তাঁদের সন্তান। হঠাৎ তাঁর স্ত্রী, তাঁর বাবাকে ছুটে গিয়ে জানান যে, স্নান করে এসে দেখেছেন যে ঘরে শিশু নেই। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। রাতে মা পুরো ঘটনার কথা স্বীকার করে নিলে পিছনের ঝোপে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় সাত মাসের শিশুর দেহ।
শিশুর মা কেন এমন কাজ করলেন, তা স্পষ্ট নয়। প্রতিবেশীরা কেউ কেউ প্রশ্ন তুলছেন, মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেই কি এমন কাজ করেছেন? কারণটা এখনও স্পষ্ট নয়।
