Railways: প্লাটফর্মেই প্রসব যন্ত্রণা, অন্তঃসত্ত্বার জন্য় খোলা হল ট্রেনের টয়লেট, নজির গড়ল রেল

Railway: রেলওয়ে মেডিক্যাল অফিসার স্টেশনে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। মা এবং নবজাতক উভয়কেই চিকিৎসার জন্য আলিপুরদুয়ার রেল হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থা করা হয়। রেল হাসপাতালের চিকিৎসক জানান, মা ও শিশু ভাল আছে।

Railways: প্লাটফর্মেই প্রসব যন্ত্রণা, অন্তঃসত্ত্বার জন্য় খোলা হল ট্রেনের টয়লেট, নজির গড়ল রেল
প্রতীকী ছবিImage Credit source: AI Generated Image

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 14, 2025 | 11:17 PM

আলিপুরদুয়ার: প্লাটফর্মে বসেই হঠাৎ শুরু প্রবস যন্ত্রণা। কার কাছে সাহায্য চাইবেন বুঝে উঠতে পারছেন না। তাঁকে দেখতে পেয়েই ছুটে গেলেন রেল পুলিশের লেডি হেড কনস্টেবল। ট্রেনের মধ্যেই সন্তান প্রসব করলেন ওই মহিলা যাত্রী। কোনও চিকিৎসক পৌঁছননি। তার আগেই ওই মহিলা যাত্রী প্রসব করেন। নিউ আলিপুরদুয়ার স্টেশনে এদিন কার্যত নজির গড়ল রেল।

রেলকর্মীদের সহায়তাতেই ট্রেনের মধ্যে সন্তান প্রসব করেন ওই মহিলা। বুধবার দুপুরের ঘটনা। নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে ওই অন্তসঃস্ত্বা মহিলাকে লক্ষ্য করেন লেডি কনস্টেবল। তিনি সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

এরপর প্রসবের জন্য ট্রেনের টয়লেটে ব্যবস্থা করা হয়। ৩ নম্বর প্লাটফর্মে তখন দাঁড়িয়েছিল ১৩১৪২ ডাউন তিস্তা তোর্সা এক্সপ্রেস। সেই ট্রেনের এস ৪ কোচে তোলা হয় মহিলাকে। সেখানেই তিনি মহিলা রেলকর্মীদের সাহায্য সন্তান প্রসব করেন।

রেলওয়ে মেডিক্যাল অফিসার স্টেশনে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। মা এবং নবজাতক উভয়কেই চিকিৎসার জন্য আলিপুরদুয়ার রেল হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থা করা হয়। রেল হাসপাতালের চিকিৎসক জানান, মা ও শিশু ভাল আছে।

জানা গিয়েছে, ২৬ বছর বয়সী ওই মহিলার নাম নেহা দেবী। তিনি বিহারের ভাগলপুরের শিবনারায়ণপুরের বাসিন্দা তিনি। তাঁর স্বামীর নাম রুপেশ মহাল্ডার। প্রসব যন্ত্রণার জন্য নিউ আলিপুরদুয়ার স্টেশনে তিস্তা তোর্সা ট্রেনে ওঠে। সেখানেই ওই মহিলা যাত্রী জন্ম দেন ফুটফুটে এক শিশুর। এ ব্যাপারে রেলের সিনিয়র ডিসিএন অভয় সনৎ জানিয়েছে, মা ও শিশু ভাল আছেন। তাদের আলিপুরদুয়ার জংশন রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।